logo
youtube logotwitter logofacebook logo

সালমান শাহ

ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক - image

ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক

05 নভেম্বর 2015, বিকাল 6:00

ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন বাংলাদেশের সিলেটের ছেলে কবিতা শাহ । ইতালিতে পড়াশুনা করার জন্য পাড়ি জমিয়ে প্রথমে মডেল হিসাবে এর পরে সিনেমাতে কাজ করা শুরু করেন।তার পাশাপাশি ব্যবসাও করেন এই অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে দেশের বাহিরে থেকেও সপ্ন দেখেন কিভাবে বাংলা চলচ্চিত্র অঙ্গন উন্নয়ন করা যায়, হলিউড, বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সারা বিশ্বের মানুষ দেখবে এমনটাই পরিকল্পনা করছেন। ১৯৮৩ সালের ৫ জানুয়ারী সিলেটের সুনামগজ্ঞে তার জন্ম। বর্তমানে তিনি ইতালিতে প্রযোজনা , পরিচালনা কাজের সঙ্গে মূল নায়কের চরিত্রেও কাজ করছেন। ভবিষৎ পরিকল্পনা একটাই ফিল্ম নিয়ে কাজ করা। সপ্ন একটাই কিভাবে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন করা যায়। ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন সেগুলোর নামঃ Dio, Tiamo, Paese italia, Facile eroe, Poberu, এবং Erolina. ১৯৯০ সাল থেকে দেশের বাহিরে থাকলেও বাংলাদেশি চলচ্চিত্রের প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা, অবসর সময় পার করেন বাংলা সিনেমা দেখে। ইতালি প্রবাসী এ নায়ক ইতালি বাসায় ইতিমধ্যে কয়েকটা চলচ্চিত্রে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে সীমান্ত এলাকায় বর্ডার গার্ডদের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমায় প্রধান নায়কের চরিত্রে অভিনয় করে ইতালিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার ছবি ডিও এর সম্পর্কে বলেন, ‘ এটির এখনো কাজ চলছে তবে কাজ শেষ করে আরো এক মাস পরে মুক্তি পাবে । দেশের এক সময়ের আলোচিত সুপারহিট নায়িকা মুনমুনকে নিয়ে তিনি বলেন, মুনমুন আসার আগেই আমার সাথে তার সুসম্পর্ক ছিলো, সে আমার বন্ধু ছিলো, হাতে গোনা কিছু পরিচালক বাংলাদেশ চলচ্চিত্রে অশ্লীলতা সৃষ্টি করে ভালোমানের একজন চিত্র নায়িকা মুনমুনকে চলচ্চিত্র থেকে ছিটকে ফেলে দিয়েছে। তার প্রিয় নায়ক সালমান শাহ ভাই,ইমরান হাশমি ভারতী । তাছাড়া বাংলাদেশের সকল নায়ক নায়িকার সিনেমা ভালো লাগে। বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সুপার স্টার নায়ক সালমান শাহকে নিয়ে কবিতা শাহ বলেন, দেশের চলচ্চিত্রে অন্যতম নায়ক ছিলেন সালমান শাহ, তাকে পছন্দ করে না এমন মানুষ মনে হয় না বাংলাদেশে আছে। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে তাকে যেন সারা জীবন মানুষ মনে রাখতে পারে তার জন্য বিএফডিসি কর্তৃপক্ষের কাছে আহব্বান করব। সেই সঙ্গে সালমান শাহ নিজেই আত্মহত্যা করেছে নাকি কোনো কুচক্রি মহল হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার সঠিক তদন্ত সরকার করবে বলে আশা রাখেন তিনি।    

নভেম্বর ০৫, ২০১৫
আজ প্রচার হবে ‘বাবিসাস অ্যাওয়ার্ড-২০১৫’ - image

আজ প্রচার হবে ‘বাবিসাস অ্যাওয়ার্ড-২০১৫’

01 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (০২ জুন) রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি আয়োজিত ‘ধ্র“ব মিউজিক ষ্টেশন বাবিসাস অ্যাওয়ার্ড-২০১৫’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান। এবারের বাবিসাস অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে তিন গুণী শিল্পী সংগীতশিল্পী আপেল মাহমুদ, সংগীতশিল্পী বারী সিদ্দিকী ও জনপ্রিয় কমেডি অভিনেতা টেলিসামাদকে। এছাড়া মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় একসময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ কে। অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী তারকা শিল্পী-কুশলীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক (এমপি), ধ্র“ব মিউজিক ষ্টেশনের সত্তাধীকারী ধ্র“ব গুহ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন পরীমনি-সায়মন, সোহেল, তানজিন তিশা, ইভান সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পী বারী সিদ্দিকী, পুজা, রবী চৌধুরী, ঐশি প্রমুখ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

জুন ০১, ২০১৬
ফিরে এলেন সালমান শাহ - image

ফিরে এলেন সালমান শাহ

27 আগস্ট 2023, বিকাল 6:00

ভক্তদের মাঝে ফিরতে চলেছেন সিনেমা জগতের স্বপ্নের নায়ক সালমান শাহ। সম্প্রতি প্রয়াত এই অভিনেতাকে নিয়ে এমনই এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন রাজীব জাহান ফেরদৌস। তিনি বর্তমানের জনপ্রিয় ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই দেশ বিদেশের সিনেমার তারকাদের নতুন রূপে নিয়ে আসেন ভার্চুয়াল জগতে।   সংবাদ মাধ্যম অনুযায়ী, রোববার ( ২৭ আগস্ট) রাতে রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুক আইডিতে সালমান শাহর ছবি পোস্ট করে রাজীব লিখেছেন, প্রস্তুত হও, বাংলাদেশ! অতুলনীয় ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছেন! মিডজার্নি এআই-এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সাথে থাকুন! সালমানের নতুন লুকের ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। দেশের তো নয়ই, বিদেশি কোনো নায়কের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছে সালমান শাহর সে ছবি। রাজীবের সে ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, স্বপ্নের নায়ক আসলেই রে ভাই আসলেই। এরপরই তিনি জুরে দিয়েছেন দুটি ভালোবাসার প্রতীকের চিহ্ন। আরেকজন লিখেছেন, সালমান শাহ বেঁচে থাকলে বিশ্বের টপ টুয়েন্টি হ্যান্ডসাম ছেলেদের তালিকায় থাকতেন। সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের। কারণ এই সেপ্টেম্বর মাসেই জন্ম আর মৃত্যুবরণ করেন এ স্বপ্নের নায়ক। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম এ অভিনেতার। ক্ষণজন্মা এই তারকা মাত্র ২৫ বছর বয়সে হঠাৎই মৃত্যুর স্বাদ গ্রহণ করেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তাই সালমান ভক্তরা ধারণা করছেন, সেপ্টেম্বর মাসেই সালমান শাহ ভক্তদের ‘এআই’-র নতুন স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবেন রাজীব।এর আগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) প্রযুক্তির সঙ্গে ফায়ারফ্লাই এবং ফটোশপ ব্যবহার করে তিনি ৬ থেকে ৮ দশকের পুরনো দিনের নায়িকাদের এই সময়ের গেটআপে নতুন লুক তৈরি করেন। এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি হলিউড তারকাদের ইফতারের টেবিলেও হাজির করেছিলেন। তাই সালমান ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বপ্নের নায়কের নতুনভাবে গৌরবময় প্রত্যাবর্তনের।

আগস্ট ২৭, ২০২৩
স্বপ্নের নায়ক সালমান শাহকে হারানোর ২৭ বছর - image

স্বপ্নের নায়ক সালমান শাহকে হারানোর ২৭ বছর

05 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

স্বপ্নের নায়ক সালমান শাহ। অল্প সময়েই দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন এই তারকা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান স্বপ্নের এই নায়ক। ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজও বেঁচে আছেন দর্শকদের মণিকোঠায়। চলে গিয়েও সবার হৃদয়ে থেকে গেছেন তিনি। আজ স্বপ্নের নায়ক সালমান শাহকে হারানোর ২৭ বছর পূর্ণ হলো। ঢাকাই চলচ্চিত্রে পা রেখে অল্প সময়েই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। ক্যারিয়ারে মাত্র ছয় বছরেই বাজিমাত করেন তিনি। সালমান শাহ দেখতে যেমন সুদর্শন ছিলেন, তেমনি ভীষণ স্টাইলিশও ছিলেন। শুধু দেশেই নয়, বলিউডের অনেকে তারকাও ফলো করতেন স্টাইলিশ এই হিরোকে। মডেলিং এবং টেলিভিশন নাটক দিয়ে নিজের অভিনয়ের যাত্রা শুরু করলেও, সবার নজর কাড়েন রুপালি পর্দায়। নব্বই দশকে ঢাকাই সিনেমার অন্যতম নন্দিত তারকা হয়ে ওঠেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম চলচ্চিত্রেই নজর কাড়েন সিনেমাপ্রেমীদের। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমী। রীতিমতো দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এই জুটি, যা ঢালিউডের সর্বকালের অন্যতম সেরা জুটি হিসেবে রয়ে গেছে। ক্যারিয়ারে মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ। আর সবগুলো সিনেমাই ছিল ব্যবসাসফল। পাশাপাশি সালমান শাহ-শাবনূরের জুটিও দর্শকদের ভীষণ প্রিয় ছিল। ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর সিলেট শহরে দাড়িয়ায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবা কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। কিন্তু চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহ নামেই পরিচিত তিনি। পরিবারের দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে। খুলনার বয়রা মডেল হাইস্কুলে শিক্ষাজীবন শুরু সালমান শাহর। একই স্কুলে তার সহপাঠী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। ১৯৮৭ সালে রাজধানীর ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন জনপ্রিয় এই নায়ক। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ (বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ) থেকে বি কম পাস করেন সালমান শাহ। ব্যক্তিগত জীবনে ১৯৯২ সালের ১২ আগস্ট তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। তার স্ত্রী সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। দুটি চলচ্চিত্রও সালমান শাহর পোশাক পরিকল্পনাকারী হিসেবেও কাজ করেন সামিরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। আত্মহত্যা করেন সবার স্বপ্নের নায়ক সালমান শাহ। প্রিয় তারকার মৃত্যুর খবরে মুহূর্তেই অন্ধকার নেমে আসে দেশজুড়ে। থমকে যায় সব কলরব। কেউ মেনে নিতেই পারছিলেন না যে, সালমান শাহ আর আমাদের মাঝে নেই। সালমান শাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঢাকাই চলচ্চিত্রেও। কেন এমন পথ বেছে নিলেন তিনি? এই প্রশ্ন আজও তাড়া করে বেড়ায় তার ভক্ত-অনুরাগীদের। সালমান শাহর মৃত্যুর কারণটি আজও রহস্যই রয়ে গেছে। মৃত্যুর এত দিনেই জানা যায়নি তার মৃত্যুর আসল কারণ। তবে সালমান শাহর পরিবারের দাবী আত্মহত্যা নয় হত্যা করা হয়েছে তাকে। তবে নায়কের মৃত্যুর জন্য সামিরাকেই দায়ী করেন সালমান শাহর পরিবার। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন তিনি। এমনকি প্রমাণও হয়নি সেটা। সালমান শাহ ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। পরে দেয়াল (১৯৮৫), সব পাখি ঘরে ফিরে (১৯৮৫), সৈকতে সারস (১৯৮৮), নয়ন (১৯৯৫), স্বপ্নের পৃথিবী (১৯৯৬) নাটকে অভিনয় করেন। নয়ন নাটকটি সে বছর শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া তিনি ১৯৯০ সালে মঈনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় ও ১৯৯৪ সালে ইতিকথা ধারাবাহিক নাটকে অভিনয় করেন। সালমানশাহর উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেন মোহর’, ‘এই ঘর এই সংসার’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘মায়ের অধিকার’, ‘প্রিয়জন’সহ প্রভৃতি।    

সেপ্টেম্বর ০৫, ২০২৩
স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সোহানুর রহমান সোহান - image

স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সোহানুর রহমান সোহান

13 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোহানুর রহমানের মরদেহ বুধবার রাতে টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছায়। এসময় গুণী পরিচালককে শেষবারের মতো একবার দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। তার স্বজনরা জানিয়েছেন স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি কবর দেওয়া হয়। এজন্য টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। স্ত্রীর মৃত্যুর পরদিনই মারা গেলেন ঢাকাই সিনেমার বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরার বাসায় ঘুমের মধ্যে তাঁর মৃত্যু সোহানুর রহমানের। গতকাল সন্ধ্যায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সোহানকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তানভীর ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান সোহানকে মৃত অবস্থায় পেয়েছেন তাঁরা। পরিবারের বরাত দিয়ে অপূর্ব রানা জানান, গত পরশু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর স্ত্রী মারা যান। তার একদিন পর তিনিও চলে গেলেন। বাসায় ঘুমিয়েছিলেন তিনি। ঘুম থেকে আর জেগে উঠতে পারেননি। একদিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হওয়ায় শোকে পাথর হয়ে আছেন তাদের স্বজন ও এলাকাবাসী। ১৯৭৭ সালে নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে সোহানুর রহমান সোহান ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলী সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর ১৯৮৮ সালে প্রধান নির্মাতা হিসেবে সোহানুর রহমান সোহান আত্মপ্রকাশ করেন। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। তবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকাখ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুন। সোহানুর রহমান সোহান পরিচালিত অন্য সিনেমাগুলো হচ্ছে- ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি। সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে যিনি ঢালিউডের শীর্ষ তারকা। সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুইবার মহাসচিব, দুইবার সহসভাপতি এবং একবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্র্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সেপ্টেম্বর ১৩, ২০২৩
সালমান টাকা-পয়সার ক্ষেত্রে উদাসীন ছিল: শাবনূর - image

সালমান টাকা-পয়সার ক্ষেত্রে উদাসীন ছিল: শাবনূর

18 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

ঢাকাই সিনেমার ইতিহাসে ফ্যাশন আইকন হিসেবে যার নাম বারবার চলে আসে তিনি সালমান শাহ। সময়ের চেয়েও অনেক এগিয়ে থাকতেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা যা আজ পর্যন্ত কেউ পায়নি। আজ এই ক্ষণজন্মা নায়কের ৫৩তম জন্মবার্ষিকী। এদিনে সকলেই তাকে স্মরণ করেছেন নানা মন্তব্যে, বক্তব্যে কিংবা অনুভূতিতে। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি জুটি বেঁধে সবচেয়ে বেশি অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে। এ অভিনেত্রী প্রিয় সহকর্মীকে নিয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেন সালমান সম্পর্কে। শাবনূর বলেন, জনপ্রিয় নায়ক হলেও খুবই খোলা মনের মানুষ ছিল সালমান। ওর মধ্যে সবচেয়ে বেশি ছেলেমানুষি কাজ করত। তাকে কখনোই স্থির থাকতে দেখিনি। খুবই প্রাণচঞ্চল মানুষ ছিল। অনেক শৌখিনও ছিল। আর টাকা-পয়সার ক্ষেত্রে উদাসীন ছিল, সেভাবে কখনো ভাবতো না। যা আয় হতো বলা যায় সেটা শেষ করে ফেলতো। তিনি আরও বলেন, গাড়ির প্রতি সালমানের অনেক বেশি আগ্রহ ছিল। বাজারে নতুন গাড়ি আসলেই সেটা তার কিনতে হবে। গাড়ি চালাতেও পছন্দ করত সে। শুটিং শেষে প্রায়ই সামিরা, আমার মা-সহ গাড়িতে ঘুরতে বের হতাম আমরা। ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন। কয়েকটি নাটকে কাজ করেছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সালমান শাহর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার অভিনীত প্রায় সব সিনেমাই সুপারহিট হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তিনি অতীত হলেও এখনো জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে সহকর্মীকে মনে করেন তার বন্ধুরা।

সেপ্টেম্বর ১৮, ২০২৩
যারা এসব নোংরামি করে তাদের হেদায়েত কামনা করছি : বুবলী - image

যারা এসব নোংরামি করে তাদের হেদায়েত কামনা করছি : বুবলী

03 নভেম্বর 2023, বিকাল 6:00

হঠাৎ করে শনিবার সকাল থেকেই চিত্রনায়িকা বুবলী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। আর এই খবর ছড়িয়েছে তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির একটি ফেসবুক স্ট্যাটাস থেকে। যদিও এ নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নির কাছ থেকে। তবে মুন্নির ফেসবুক ওয়ালেই আরেকটি স্ট্যাটাসে জানানো হয়, ‘ফেসবুক আইডিটি গতকাল রাতে হ্যাকড হয়েছিল এবং অনেকক্ষণ তার নিয়ন্ত্রেণে ছিল না। ইতিমধ্যে আইডিটি উদ্ধার করে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ কিন্তু, সত্য মিথ্যা- যাই হোক না কেন, যা হওয়ার ইতিমধ্যে হয়ে গেছে। অর্থাৎ সেই ফেসবুক মুন্নির স্ট্যাটাসটি ভাইরাল হয়ে টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে। ডালপালা মেলছে নানা গুঞ্জনের। মুন্নির এ ফেসবুক স্ট্যাটাস ইস্যুতে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, ‘সত্যি কথা বলতে কি, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিবো জানা নেই। সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম যা বলতেও এখন রুচিতে বাঁধছে। এটা কোনো কথা। আপনারাই বলেন... শুনেছি হ্যাকাররা নাকি ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল।’ বুবলী আরও বলেন, ‘একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানানভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে। অতীতেও তারা এসব করতো। আমি যেই টিএম ফিল্মস-এর সাথে “খেলা হবে” নামে নতুন সিনেমা করতে যাচ্ছি তখনই সেখানে পরিবেশ নোংরা করার পুরনো পাঁয়তারা চলছে। তাপস ভাই আর মুন্নি আপুকে প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দু’জন অত্যন্ত শিল্পমনা।’ এছাড়া বুবলী বলেন, ‘তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সাথে আমার পরিচয় হয়েছিল প্রয়াত সালমান শাহ’র একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু পরামর্শ দিয়ে থাকেন। আমাকে নেক স্নেহ করেন ভাইয়া আর আপু দু’জনেই। আমার পরিবারের মতো অনেক গুরত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এতো সুন্দর একটি সম্পর্কে নিয়ে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। কারণ আমরা শিল্পী মানুষ আমাদের কাজগুলো শৈল্পিক। তাই ক্রিয়েটিভিটি নিয়ে শুটিংয়ে সময় দেওয়াটা বেশি গুরত্বপূর্ণ আমার কাছে। এসব নোংরা গ্রুপ বা ট্রোলারদের নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না।’ উল্লেখ্য, টিএম ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘খেলা হবে’ ছবিতে যুক্ত হয়েছেন নায়িকা বুবলী। পরিচালক তানিম রহমান অংশুর নির্মাণে এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমণি ও বুবলী। পরীমণি-বুবলী বাদেও এই সিনেমায় আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান। এছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।

নভেম্বর ০৩, ২০২৩
সালমান শাহ হত্যার আসামিদের গ্রেপ্তার নিয়ে যা জানাল পুলিশ - image

সালমান শাহ হত্যার আসামিদের গ্রেপ্তার নিয়ে যা জানাল পুলিশ

24 অক্টোবর 2025, বিকাল 5:30

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য আবারও আলোচনার কেন্দ্রে। মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার ‘হত্যা মামলা’ হিসেবে শুরু হয়েছে নতুন তদন্ত। গত সোমবার (২০অক্টোবর) রমনা থানা পুলিশ ১১ জনকে আসামিকরে আনুষ্ঠানিকভাবে তদন্তে নামে।পুলিশসূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজন আসামি দেশের বাইরে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা দেশে আছেন, তাদের অবস্থান প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হচ্ছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।এদিকে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দেওয়া আসামি রেজভী আহমেদ ফরহাদের পুরোনো জবানবন্দি ঘিরে।  ১৯৯৭ সালে রেজভী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে বলেছিলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি, এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়। এই হত্যার পেছনেসালমানের স্ত্রী সামিরা ও তার মালতিফা হক লুসি জড়িতছিলেন।রেজভী আরও বলেন, সালমান শাহর হত্যার জন্য ১২ লাখ টাকার চুক্তি হয়েছিল, যার মূল পরিকল্পনাকারী ছিলেন তার শাশুড়ি লতিফা হক লুসি। সেইচুক্তিতে অংশ নিয়েছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। বহুদিনের গোপন অন্ধকারে ঢাকা থাকা বাংলা সিনেমার সবচেয়ে রহস্যময় মৃত্যুর গল্পে এখন দেশজুড়ে তুলেছে তুমুল আলোড়ন। 

অক্টোবর ২৪, ২০২৫
হঠাৎ করেই উধাও সালমান হত্যার আসামী সামিরা ও ডন - image

হঠাৎ করেই উধাও সালমান হত্যার আসামী সামিরা ও ডন

26 অক্টোবর 2025, বিকাল 5:23

আত্মহনন বলে চালিয়ে দেয়া সেই ছাইচাপা সত্য ২৯ বছর পর যেন ফিনিক্স পাখির মতো জেগে উঠে আতঙ্‌ক বাড়িয়েছে অপরাধীদের মনে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্মম আর রহস্যময় মৃত্যুর ঘটনা নায়ক সালমান শাহের মৃত্যু। প্রায় তিন দশক পর এবার সেই রহস্যময় মৃত্যুর মামলাটি এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। আর মামলার ফলে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে প্রধান আসামী সামিরা, ডনসহ আরও নয়জনকে। তবে মামলাটি আদালতে উঠতেই এবার আর খোঁজ মিলছে না সামিরা আর ডনের। নতুন করে এবার হত্যা মামলা হিসেবে মামলাটি আদালতে উঠতেই রহস্য আরও ঘনীভূত হয়েছে। কারণ সালমানের সাবেক স্ত্রী সামিরা হঠাৎ করেই নিখোঁজ। চার দিন ধরে তাঁর কোনো খোঁজ মিলছে না। ফোন নম্বর বন্ধ, হোয়াটসঅ্যাপেও অচল। অপরদিকে মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন হক-এরসঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।এর আগে গত বছর সামিরা এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সালমান মানসিকভাবে ছিলেন বিধ্বস্ত যা তাকে আত্মহননে প্ররোচিত করত। তাঁর ভাষায়, এর আগে তিনি তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন। কিন্তু সালমানের পরিবার এই বক্তব্য বরাবরই অস্বীকার করে বলেছে, এটি সুপরিকল্পিত হত্যা।জানা গেছে, মৃত্যুর আগের দিন সালমান শাহ ‘প্রেম পিয়াসী’ ছবির ডাবিং করছিলেন আর তার সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী শাবনূর। কিন্তু সামিরার কল পেয়ে শুটিং ছেড়ে সেদিন বাসায় ফিরে গিয়েছিলেন সালমান শাহ। আর এরপর দিনই ঘটে সেই নির্মম রহস্যময় মৃত্যুর ঘটনা। এখন কেবল চলচ্চিত্রপ্রেমী বা ভক্তরাই নয় বরং গোটা দেশের মানুষ অপেক্ষায় রয়েছে ন্যায়বিচারে এই মামলারপুনরুজ্জীবন শুধু একটি মৃত্যু নয়, বরং ৯০ দশকের ঢালিউডের এক অমীমাংসিত অধ্যায়কে নতুন করে উন্মোচন করবে বলে আশাবাদী সকলে।   এমি

অক্টোবর ২৬, ২০২৫
অবশেষে খোঁজ মিলল অভিনেতা ডনের! - image

অবশেষে খোঁজ মিলল অভিনেতা ডনের!

28 অক্টোবর 2025, বিকাল 4:16

সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা হওয়ার পর থেকেই যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে ডন, সামিরাসহ ৯ আসামীর। আর তারপর থেকেই কোনো খোজ মিলছিল না খলনায়ক ডন হক ও সামিরার। এমনকি এই দুই আসামী এক সঙ্গে আত্মগোপনে আছেন এমন গুঞ্জনও ওঠে। তবে সব জল্পনার অবসানঘটিয়ে অবশেষে নিজের খোজ দিলেন ডন। এমনকি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পন করবেন বলেও মুখখুললেন অভিনেতা ডন।তিনি জানিয়েছেন সবাই বলছে, আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি। দুই এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবো। কারণ ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা হওয়া দরকার।স্মৃতিচারণ করতে গিয়ে ডনের কণ্ঠে উঠে আসে বেদনা, সালমান শাহর সঙ্গে কাজ করার সুযোগ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে। আজও ঘুরে দাঁড়াতে পারিনি। তিনি আরও বলেন, সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচণ্ড ঝড় সহ্য করেছি। কিন্তু এখন আর সেই যন্ত্রণা সইতে পারছি না। আমিও আত্মহত্যা করিনি বলেই কি অপরাধী হয়ে গেলাম? একদিন সত্য প্রকাশ হবেই।যদিও এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সে বাসাতেই থাকলে কেন তাকে আসামী হওয়ার পরও গ্রেপ্তার করা হচ্ছেনা। এমনকি অনেকেই বলেছেন মামলা থেকে বাচতে আবারও বন্ধুত্বের মুখোশ পড়েছেন ডন।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। তখন ধারণা করা হয় এটি আত্মহত্যা। কিন্তু পরিবার শুরু থেকেই দাবি করে, এটি আত্মহত্যা নয়, বরং এক পরিকল্পিত হত্যা। আর অপমৃত্যু মামলা এবার হত্যা মামলা হিসেবে পুনর্জাগরণ ঘটেপ্রায় তিন দশক পর গত ২১ অক্টোবর। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান শাহ হয়ে উঠেছিলেন নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। আজও তাঁর মৃত্যু রহস্য অমীমাংসিত।  এমি

অক্টোবর ২৮, ২০২৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo