
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আত্মহনন বলে চালিয়ে দেয়া সেই ছাইচাপা সত্য ২৯ বছর পর যেন ফিনিক্স পাখির মতো জেগে উঠে আতঙ্ক বাড়িয়েছে অপরাধীদের মনে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্মম আর রহস্যময় মৃত্যুর ঘটনা নায়ক সালমান শাহের মৃত্যু। প্রায় তিন দশক পর এবার সেই রহস্যময় মৃত্যুর মামলাটি এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। আর মামলার ফলে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে প্রধান আসামী সামিরা, ডনসহ আরও নয়জনকে। তবে মামলাটি আদালতে উঠতেই এবার আর খোঁজ মিলছে না সামিরা আর ডনের।
নতুন করে এবার হত্যা মামলা হিসেবে মামলাটি আদালতে উঠতেই রহস্য আরও ঘনীভূত হয়েছে। কারণ সালমানের সাবেক স্ত্রী সামিরা হঠাৎ করেই নিখোঁজ। চার দিন ধরে তাঁর কোনো খোঁজ
এর আগে গত বছর সামিরা এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সালমান মানসিকভাবে ছিলেন বিধ্বস্ত যা তাকে আত্মহননে প্ররোচিত করত। তাঁর ভাষায়, এর আগে তিনি তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন। কিন্তু সালমানের পরিবার এই বক্তব্য বরাবরই অস্বীকার করে বলেছে, এটি সুপরিকল্পিত হত্যা।
জানা গেছে, মৃত্যুর আগের দিন সালমান শাহ ‘প্রেম পিয়াসী’ ছবির ডাবিং করছিলেন আর তার সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী শাবনূর। কিন্তু সামিরার কল পেয়ে শুটিং ছেড়ে সেদিন বাসায় ফিরে গিয়েছিলেন সালমান শাহ। আর এরপর দিনই ঘটে সেই নির্মম রহস্যময় মৃত্যুর ঘটনা। এখন কেবল চলচ্চিত্রপ্রেমী বা ভক্তরাই নয় বরং গোটা দেশের মানুষ অপেক্ষায় রয়েছে ন্যায়বিচারে এই মামলারপুনরুজ্জীবন শুধু একটি মৃত্যু নয়, বরং ৯০ দশকের ঢালিউডের এক অমীমাংসিত অধ্যায়কে নতুন করে উন্মোচন করবে বলে আশাবাদী সকলে।
এমি