
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য আবারও আলোচনার কেন্দ্রে। মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার ‘হত্যা মামলা’ হিসেবে শুরু হয়েছে নতুন তদন্ত। গত সোমবার (২০অক্টোবর) রমনা থানা পুলিশ ১১ জনকে আসামিকরে আনুষ্ঠানিকভাবে তদন্তে নামে।
পুলিশসূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজন আসামি দেশের বাইরে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা দেশে আছেন, তাদের অবস্থান প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হচ্ছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে
এদিকে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দেওয়া আসামি রেজভী আহমেদ ফরহাদের পুরোনো জবানবন্দি ঘিরে। ১৯৯৭ সালে রেজভী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে বলেছিলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি, এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়। এই হত্যার পেছনেসালমানের স্ত্রী সামিরা ও তার মালতিফা হক লুসি জড়িতছিলেন।
রেজভী আরও বলেন, সালমান শাহর হত্যার জন্য ১২ লাখ টাকার চুক্তি হয়েছিল, যার মূল পরিকল্পনাকারী ছিলেন তার শাশুড়ি লতিফা হক লুসি। সেইচুক্তিতে অংশ নিয়েছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। বহুদিনের গোপন অন্ধকারে ঢাকা থাকা বাংলা সিনেমার সবচেয়ে রহস্যময় মৃত্যুর গল্পে এখন দেশজুড়ে তুলেছে তুমুল আলোড়ন।