
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা হওয়ার পর থেকেই যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে ডন, সামিরাসহ ৯ আসামীর। আর তারপর থেকেই কোনো খোজ মিলছিল না খলনায়ক ডন হক ও সামিরার। এমনকি এই দুই আসামী এক সঙ্গে আত্মগোপনে আছেন এমন গুঞ্জনও ওঠে। তবে সব জল্পনার অবসানঘটিয়ে অবশেষে নিজের খোজ দিলেন ডন। এমনকি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পন করবেন বলেও মুখখুললেন অভিনেতা ডন।
তিনি জানিয়েছেন সবাই বলছে, আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি। দুই এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবো। কারণ ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা হওয়া দরকার।
স্মৃতিচারণ করতে
যদিও এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সে বাসাতেই থাকলে কেন তাকে আসামী হওয়ার পরও গ্রেপ্তার করা হচ্ছেনা। এমনকি অনেকেই বলেছেন মামলা থেকে বাচতে আবারও বন্ধুত্বের মুখোশ পড়েছেন ডন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। তখন ধারণা করা হয় এটি আত্মহত্যা। কিন্তু পরিবার শুরু থেকেই দাবি করে, এটি আত্মহত্যা নয়, বরং এক পরিকল্পিত হত্যা। আর অপমৃত্যু মামলা এবার হত্যা মামলা হিসেবে পুনর্জাগরণ ঘটেপ্রায় তিন দশক পর গত ২১ অক্টোবর। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান শাহ হয়ে উঠেছিলেন নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। আজও তাঁর মৃত্যু রহস্য অমীমাংসিত।
এমি