
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কর্মব্যস্ততার একঘেয়েমি থেকে মুক্তি পেতে সপরিবারে রওনা হয়েছিলেন কক্সবাজারের পথে। হয়তো ইচ্ছে ছিল প্রাণভরে নিশ্বাস নেবেন সমুদ্রের নোনা বাতাসে। কিন্তু সমুদ্র দেখার কিংবা ঢেউ ছোঁয়ার নির্মল ইচ্ছে এক সড়ক দুর্ঘটনায় রূপ নিয়েছে হৃদয়বিদারক মৃত্যুর মিছিলে।
পরিবারনিয়ে কক্সবাজারের পথে বেরিয়েছিলেন কুমিল্লার মুবিনুল হক। কিন্তু সেই স্বপ্নের যাত্রা পরিণত হলো মৃত্যুর মিছিলে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কক্সবাজার পৌঁছানোর মাত্র ৫০ কিলোমিটার আগেইচকরিয়ার হাঁসেরদিঘী ঢালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের করুণমৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরাজানান, কুমিল্লা থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসটি সকাল ৯টার দিকে চকরিয়ার হাঁসেরদিঘী ঢালায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে
নিহতদেরমধ্যে রয়েছেন মুবিনুল হকের স্ত্রী, মা, শাশুড়ি, বোন সাদিয়া হক এবং স্ত্রীর বোন ফারজানা মজুমদার। মুবিনুলের বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরএমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী এবং স্ত্রীর বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।আর আহত অবস্থায় মুবিনুলসহ আরো ৮জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
মালুমঘাটহাইওয়ে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এইভয়াবহ দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লার চান্দিশকরা গ্রামে। স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে পরবর্তীতে দুর্ঘটনারপ্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।