
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠির কাঠলিয়ায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে পিরোজপুরের মঠবাড়িয়া ইনান এক্সপ্রেস একাদশ চ্যম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা কাঠালিয়া উপজেলা ফুটবল একাডেমি একাদশকে টাইব্রেকারে ৩/২ গোলে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলেদেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। এছাড়া প্রাইজ মানি হিসেবে বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা এবং রানারআপ দলকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ফাইনাল খেলায় স্থানীয়দের সাথে দেশের বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড় ছাড়াও নাইজেরিয়ার ৫ জন ফুটবলার অংশ নেন।
আকর্ষণীয় এ খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক মানুষ ভীড় জমায়। টুর্নামেন্টে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি জেলার আট
পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম প্রমূখ। স্থানীয় ক্রীড়াসংস্থার সহযোগীতায় কাঠালিয়া উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।