
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দোকানে নামাজ পড়ছেন এক ব্যক্তি। চারপাশে নীরবতা, রাস্তায় চলাচল করছেন সাধারণ মানুষ। এমন সময় হঠাৎ ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। দোকানদার নামাজের সেজদায় যেতেই সুযোগ বুঝে চোর হাতিয়ে নিয়ে যায় টাকা। সম্প্রতি এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কালো রঙের ক্যাপ পরা এক যুবক দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার পর ফিরে এসে দোকানের সামনে দাঁড়িয়ে পায়চারি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি দোকানের ভেতরে মাথা ঢুকিয়ে কোথায় টাকা রাখা আছে তা লক্ষ্য করেন এবং সিসি ক্যামেরা আছে কি না তা পর্যবেক্ষণ করেন। দোকানদার সেজদায় যাওয়ার মুহূর্তে সুযোগ বুঝে তিনি ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে দ্রুত চলে যান।
ঘটনাটি ঘটেছে রবিবার (৯ নভেম্বর)
এদিকে দোকানদার আবু বকর গণমাধ্যমকে জানান, ওই সময় তিনি মাগরিবের নামাজ আদায় করছিলেন। আসরের সময় তার বোন তাকে ৬০ হাজার টাকা দিয়েছিল, সেই টাকা তার বোনের বলে দাবি করেন তিনি।” তিনি আরও জনানা, “গতরাতেই যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে।” পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
/টি