এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ফকির অ্যাপারেলস এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিশিষ্ট শিল্পপতি ফকির মনিরুজ্জামান শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। পোশাক খাতের পরিচিত মুখ মনিরুজ্জামান ১৯৫৭ সালে নারায়ণগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মূলত তার দিকনির্দেশনামূলত নেতৃত্ব, ইনোভেশন ও কমিটমেন্টের কারণে বিশ্বব্যাপী রপ্তানিনির্ভর নিট কম্পোজিট হিসেবে ফকির অ্যাপারেলস লিমিটেড সুখ্যাতি অর্জন করে। তার নেতৃত্বেই ফকির অ্যাপারেলস নানা বৈশ্বিক ব্যান্ডের আস্থার প্রতীকে পরিণত হয়। কম্পানির বহুবিধ পণ্যের তালিকায় স্পোর্টসওয়্যার থেকে ফ্যাশন আউটারওয়্যার, টেকনিক্যাল ওয়্যার প্রায় সব পণ্যেই রয়েছে। বিশ্বের নামকরা সব রিটেইলার ও ফ্যাশন হাউজদের সেবা দিয়ে মান, টেকসই ও প্রযুক্তিগত উন্নয়নে দ্রুত এগিয়ে যায় কম্পানিটি। ফকির মনিরুজ্জামানের নিয়োগকে স্বাগত জানিয়ে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়,
তার প্রজ্ঞা, দক্ষতা ও দূরদর্শীতায় শাহজালাল ব্যাংকের পরিচালনা পর্ষদ আরো শক্তিশালী হবে এবং ভবিষ্যতে ব্যাংকের প্রবৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই নিয়োগের মাধ্যমে শাহজালাল ব্যাংক ভবিষ্যতে গ্রাহকদের আরো নৈতিক, উদ্ভাবনী ও টেকসই ব্যাংকিং সলিউশন সেবা দিতে পারবে। সেই সাথে দেশের ব্যবসায়িক কমিউনিটির সাথে সম্পর্ক জোরদারে সচেষ্ট হবে’ এ ছাড়া দেশের ব্যবসা-বাণিজ্যে অসমান্য অবদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় তাকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পোর্টেন্ট পারসন) সম্মানে ভূষিত করে। ব্যবসা ছাড়াও তিনি শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণের মতো দাতব্য কাজে অবদান রেখে যাচ্ছেন। এম আর/ এটিএন বাংলা