
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পরিবারের সদস্যদের নিয়ে সাধের কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছার ৫০ কিলোমিটার আগেই নিঃশেষ হয়ে গেছে কুমিল্লার মুবিনুল হকের পরিবার। যাত্রীবাহী বাস- মাইক্রো বাস নোহার মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে একই পরিবারের ৫ জন। গৃহকর্তা মুবিনুল, তাঁর ছোট কন্যা ও শালা মুমূর্ষু অবস্থায় বেঁচে গেলেও নিহত হয়েছেন মুবিনুল হকের বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫ তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক, শালী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার, স্ত্রী, বৃদ্ধা মা ও শ্বাশুড়ি।
বুধবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯ টায় কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকা খ্যাত চকরিয়ার হাঁসের দিঘী ঢালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পথচারি, স্থানীয়রা আহতদের উদ্ধার করে
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকবাহী মাইক্রো বাস ( যার নং ঢাকা মেট্রো চ ১৫-৭৩৪৩) টি চকরিয়ার হাঁসের দিঘী ঢালায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রী বাহী মারসা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় পর্যটকবাহী মাইক্রো বাসটি। ঘটনাস্থলেই হতাহত হয় একই পরিবারের ৮ জন।
এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদী হাসান কালবেলা'কে জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও পথচারীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাই। আহতদের হাসপাতালে পাঠাই। নিহত ৫ জনের মরদেহ মালুমঘাট খৃস্টান হাসপাতাল মর্গে রয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় আক্রান্ত সবাই কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের। পরবর্তীতে দুর্ঘটনার কারণ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আ/ই