
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পুলিশের হাতে ধরা পড়ার পর এভাবেই নিজের সাফাই গাইছিলেন এক তরুণী। মাদক নিয়ে ঢাকা থেকে কুমিল্লা যেতেই পুলিশের চেকপোস্টে ধরা পড়েন যুথি নামের এই তরুণী এবং তার সঙ্গী রবিউল করিম। আর আটক হওয়ার পর তিনি যেভাবে নিজের সাফাই গাইছিলেন সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে কুমিল্লার চাদপুরে। সেখানে যুথি ও রবিউল করিমনামের যুবক-যুবতীকে ৫৪ পিস ইয়াবাও এক বোতল ফেনসিডিলসহ আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদেরব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর কেন তিনি মাদক নিয়ে এখানে এসেছিলেন এমন প্রশ্নে তিনি বারবার নিজেকে
ভিডিওতে দেখা গেছে, পুলিশের সামনে তিনি দাবি করছেন যে আটক হওয়া যুবক তার বন্ধু এবং সে ইয়াবা খায় তাই সে এগুলো পরিবহন করেছে তবে এসবের কিছু তিনি জানেনা। এমনকি তিনি নিজেকে শিল্পী দাবি করে বলেন, তিনি ড্যান্সার তাই তাকে মদ খেতে হয় এমনকি মদ খাওয়ার জন্য বারের লাইসেনস্ আছে বলেছেন তিনি। কিন্তু তিনি মাদকাসক্ত নন এমনকি মাদক ব্যবসাও করেননা আর এই জব্দ করা মাদক তার বন্ধুর। তিনি বন্ধুর জন্য এখানে এসে ফেসে গেছেন বলে দাবি করেছেন বারবার।
এসময় এরকম ব্যবসা কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, যতদিন থানা থাকবে ততদিন আমাদের মত মানুষ থাকবে, আপনারা চালাচ্ছেন বিধায় চলবে এমন দাবি করেন তিনি। আটক হওয়ার পরও কোনো অনুশোচনা ছিলনা তার চেহারায়। বরং হেসে হেসেই এসব কথা বলছিলেন তিনি। এমনকি তিনি কখনো আটক হননি, গাড়িতে পাওয়া মাদকও তার নয়। এছাড়াও বিভিন্ন অসংলগ্ন কথা বলেছেন আটক হওয়া সেই তরুণী।
এ ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। কেউ বলছেন, ধরা পড়েও লজ্জা হয়না, আবার কেউ কেউ ওই তরুণীর পক্ষেও লিখেছেন। বলেছেন, হয়তো কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের ছত্রছায়ায় এরা গড়ে উঠেছে তাই এমন নির্বিকার আচরণ করছে। এদিকে আটকদের নামে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।