
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারে পাহাড় ও সমুদ্রের মিলনস্থল হিমছড়িতে গড়ে উঠেছে আতিথেয়তার নতুন এক নিদর্শন—Best Western Plus Bayhills Hotel। আন্তর্জাতিক মানের এই হোটেলটির সফট ওপেনিং অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর, যা কক্সবাজারের পর্যটন শিল্পে যুক্ত করবে এক নতুন মাত্রা।
বিশ্বখ্যাত Best Western Hotels & Resorts চেইনের অংশ এই হোটেলটি নির্মাণ করেছে দক্ষিণ এশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান Goldsands Group। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে গড়ে ওঠা এই হোটেলটিতে অতিথিরা উপভোগ করতে পারবেন পাহাড়ের সবুজ ছায়া আর সমুদ্রের গর্জনের অনবদ্য সমন্বয়। বাংলাদেশের একমাত্র হোটেল হিসেবে এখানকার কক্ষের বিছানা ও বাথরুম থেকেই দেখা যাবে পাহাড় ও সমুদ্রের অপরূপ দৃশ্য।
পুরো হোটেলটি সাজানো হয়েছে হালাল কনসেপ্টে, যাতে পরিবার নিয়ে
‘বেস্ট ওয়েস্টান প্লাস বে হিলস হোটেল’-এ থাকছে বিশ্বমানের সুযোগ-সুবিধা—বিলাসবহুল রুম ও স্যুইট, সি-ভিউ রেস্টুরেন্ট ও ক্যাফে, কনফারেন্স ও ব্যাংকোয়েট হল, ফিটনেস সেন্টার এবং ওয়েলনেস স্পা। আধুনিক স্থাপত্য ও উৎকৃষ্ট সেবার সমন্বয়ে এটি গড়ে উঠেছে এক অনন্য আতিথেয়তা কেন্দ্র হিসেবে।
Goldsands Group-এর কর্মকর্তারা জানান, “Bayhills Hotel শুধু একটি হোটেল নয়—এটি একটি অভিজ্ঞতা, একটি অনুভূতি।” বাংলাদেশের হসপিটালিটি ও ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ১৫ নভেম্বরের সফট ওপেনিং-এর মধ্য দিয়ে হিমছড়ি পেতে যাচ্ছে এক বিশ্বমানের আতিথেয়তা গন্তব্য, যেখানে পাহাড়, সমুদ্র ও বিলাসিতার অনবদ্য মেলবন্ধন ঘটবে।
/টি