
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বজয়ী তরুণ কোরআনের হাফেজ সাইফুর রহমান ত্বকী। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঠোঁটে আল্লাহর নাম এনে জিকির করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তাতে তার জানাজায় মানুষের ঢল নামে।গ্রামের মসজিদ, রাস্তাঘাট, মাঠজুড়ে হাজারো মুসল্লী চোখের জলে অবশেষে বিদায় জানিয়েছে একবিশ্বজয়ী তরুণ হাফেজকে।
ত্বকীর বাবা মাওলানা বদিউল আলম জানিয়েছেন, আমার ছেলে হাসপাতালের আইসিইউতে যতটুকু প্রাণশক্তি ছিল সেটুকু দিয়ে জিকির করেছে। আমি বেডের কাছে গিয়ে শুনতাম আমার ছেলে কী করছে। তারপ্রতিটি নিঃশ্বাসে আমি জিকিরের শব্দ শুনেছি। তখন আমি আল্লার কাছে বলেছি, আল্লাহ যদি আমার ছেলের হায়াত না থাকে তাকেতুমি ইমানের সঙ্গে নিয়ে যাও। ত্বকী জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
মঙ্গলবার রাতে
কিন্তুসেই ত্বকীই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই হারলেন মঙ্গলবার সকালে, রাজধানীর মুগদা হাসপাতালে। রাতেই তাঁর মরদেহ পৌঁছায় কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে।
নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে। কেউচোখ মুছছেন, কেউ কাঁদছেন নিঃশব্দে একজন পরহেজগার, হাফেজ তরুণের এমন প্রস্থান সবাইকে ভেঙে দিয়েছে। এ যেন একজীবন্ত শিক্ষা যে ইমানের শক্তি কতটা দৃঢ় হলে শেষ নিঃশ্বাসেও তার কণ্ঠে ছিল জিকির। তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, আর কোরআন তেলাওয়াতের সুরে। /টিএ