
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বরাবরই বাস্তবধর্মী ভাবনায় অনন্য। ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ না খুললেও এবার ভাঙলেন সেই নীরবতা। এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা আলোচনা করলেন ‘সম্পর্ক ও ভালোবাসা টিকিয়ে রাখার কৌশল’ নিয়ে- যা মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সম্পর্ক কোনো ইনস্ট্যান্ট নুডলস নয় যে, দুই মিনিটেই তৈরি হয়ে যাবে। সব মুহূর্তই সুখের হবে না- এটা বুঝতে শিখতে হবে। সম্পর্ক মানে হলো একটা প্রতিশ্রুতি, একটা দায়িত্ববোধ, যেখানে সততা আর সম্মান থাকে।’
তিনি উদাহরণ টেনে আরও বলেন, ‘আজ এই জামাটা ভালো লাগছে না, কাল অন্যটা পরব- সম্পর্ক বিষয়টা তেমন নয়। আমি হয়তো একটু পুরোনো ধাঁচের,
/টিএ