
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বারবরের মতো মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেনমামুন নামের এক ব্যক্তি। এরপর ফেরার পথেই দুর্বৃত্তদের তাড়া খেয়ে রাজধানীর ন্যাশনাল মেডিকেলকলেজের ভেতরে দৌড়ে ঢুকতে ঢুকতেই প্রকাশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আর এমন চাঞ্চল্যকর ও লোমহর্ষক ঘটনার সিসি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। তারপর তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃতঘোষণা করেন। এরপরই তার পরিচয় খোজা শুরু হয়। আরে তাতে যা মিলল, অনেকেই চমকে উঠেছেন।
ঘটনাটি ঘটেছে, রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে,সোমবার রাজধানীরন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। আর তিনি ছিলেন আলোচিত হত্যাকাণ্ড চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যামামলার আসামি। যাকে গতবছর
ভাইরাল হওয়া সেই সিসিটিভি ভিডিওতেদেখা গেছে, ফুলহাতা টিশার্ট পরিহিত এক ব্যক্তি হঠাৎদৌড়ে এসে ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকের সামনে দিয়ে প্রবেশ করেন এবং মাস্কে মুখ ঢাকা এবং ক্যাপ পরা দুই যুবক পেছন পেছন এসে পিস্তল দিয়ে গুলি করে চলে যায়।
সেখানেদায়িত্বরত একজন নিরাপত্তারক্ষী বলেন, হত্যার শিকার ওই ব্যক্তিকে বেলা১০টা ৫১ মিনিটের দিকেহাসপাতালের ফটক দিয়ে বের হন। প্রধান ফটক পার হয়ে একটু সামনে এগোনোর পর রাস্তা থেকেতার দিকে গুলি করে হামলাকারী দুইজন। এরপর তিনি দৌড়ে আবার হাসপাতালের ফটকের ভেতরে ঢুকে পড়েন।তখন মাস্ক পরিহিত দুই হামলাকারী সিনেমার কায়দায় হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করতে করতে হাসপাতালে প্রধান ফটক থেকে একটু ভেতরে ঢুকে পড়ে। পরে তারা কবি নজরুল কলেজের দিকে দৌড়ে পালিয়ে যায়।
এদিকে এমন ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মধ্যে। কেউ কেউ বলছেন, দিনে দুপুরে এমন নৃশংসতা কোনো ভাবেই মেনে নেয়া যায়না। অনেকেই দুর্বৃত্তদের প্রকাশ্যে শাস্তির দাবি করেছেন। আবার অনেকে বলেছেন, সোহেল চৌধুরি এতদিনে এভাবে ন্যায়বিচার পেলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা। পে অফ-ফাতিমা