
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ জুলাই বার্তাবীর সম্মাননা পেলেন কালের কণ্ঠের প্রতিবেদক ও লক্ষ্মীপুরের সন্তান জুনাইদ আল হাবিব। বুধবার(৭জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে(আইডিইবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মাননা প্রদান করে আগ্রাসন বিরোধী আন্দোলন। এ সময় তার হাতে ক্রেস্ট ও আর্থিক চেক তুলে দেন সংগঠকরা।
আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতায় ছিলেন জেএএম সংস্থা।
জুনাইদ আল হাবিব কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে প্রতিবেদক হিসেবে কর্মরত। গেল জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের খবরাখবর দৃশ্যমাধ্যমে তুলে ধরেন উত্তাল সময়ে।
এ দিন দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, শহীদ পরিবার ও আহত ১ হাজার ২'শ জনকে আগ্রাসন বিরোধী জুলাই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রতীক
/তারেক