
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে যশোরের বাঘারপাড়া উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল হোসেন। তিনি বর্তমানে নারিকেলবাড়ীয়া সেবা সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারি শিক্ষক (ব্যবসায় শিক্ষা) পদে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন বিভাগের উদ্যোগে শিক্ষাদানের মান, পাঠ পরিকল্পনায় সৃজনশীলতা, শ্রেণিকক্ষ পরিচালনায় দক্ষতা এবং শিক্ষার্থীদের সার্বিক শিক্ষাগত উন্নয়নে অবদানের ভিত্তিতে তাঁকে এ সম্মাননার জন্য মনোনীত করে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ রেজাউল হোসেন বলেন, এ স্বীকৃতি তাঁর শিক্ষকতা জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি এই অর্জনের পেছনে প্রতিষ্ঠান প্রধানের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিকতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
শিক্ষক রেজাউল হোসেনের পিতার মো: শাহাদাৎ হোসেন। তাঁর বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়।
উল্লেখ্য,