
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হুবহু তুলে ধর হয়েছে-
ডোনাল্ড ট্রাম্পকে বলছি, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার পরামর্শ হলো ভলিউম বাড়িয়ে নিন। আমেরিকার ইতিহাসে নিউইয়র্কের প্রথম মেয়র হওয়ার পর এভাবেই উচ্চস্বরে ট্রাম্পকে উদ্দেশ্য করে বক্তব্য দেন জোহরান মামদানি। তিনি বলেন আজ সন্ধ্যায় আমাদের শহরে সূর্য অস্ত গেছে। ইউজিন ডেপস একবার বলেছিলেন মানবতার জন্য এক উজ্জ্বল ভোরের সূচনা দেখতে পাচ্ছি। ধনী ও ক্ষমতাবানেরা নিউইয়র্কের পরিশ্রমী মানুষদের বারবার বলে এসেছে ক্ষমতা তাদের হাতে নয়। বাক্স তুলতে তুলতে যাদের হাতে কড়া পড়ে গেছে ডেলিভারি বাইকের হ্যান্ডেল যাদের তালুকে শক্ত করে ফেলেছে, রান্নাঘরের আগুনে ক্ষতবিক্ষত হয়েছে যাদের আঙ্গুল, এসব হাত কখনো ক্ষমতার নাগাল পায়নি।
কিন্তু গত ১২ মাসে আপনারা
ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতারিত জাতি দেখিয়ে দিয়েছে কিভাবে তাকে পরাজিত করা যায়। এই শহরই সেটা দেখিয়েছে যেখান থেকে তিনি উঠে এসেছেন। একজন স্বৈরাচারকে ভয় দেখানোর উপায় হলো তার ক্ষমতার ভিত্তিগুলো ধ্বংস করা। এটি শুধুমাত্র ট্রাম্পকে হারানোর পথ নয়, বরং এভাবেই আমরা পরের জনকেও থামাবো। ডোনাল্ড ট্রাম্পকে বলছি, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার পরামর্শ হলো ভলিউম বাড়িয়ে নিন।
আমরা বাড়িওয়ালাদের ভালো করে ধরবো। এই শহরে ডোনাল্ড ট্রাম্পদের মত লোকেরা ভাড়াটিদের শোষণ করে মজা পেয়ে গেছে। বিলিয়নিয়ারদের কর মুক্তি ও কর সুবিধা দেয়া দুর্নীতির আমরা অবসান ঘটাবো। শ্রমিক ইউনিয়নগুলোর পাশে দাঁড়াবো, সংরক্ষণ করব তাদের অধিকার। আমরা জানি, ট্রাম্পও জানেন শ্রমিকের অধিকার অটুট থাকলে তাদের অত্যাচারী বসদের ক্ষমতা কমে যায়। নিউইয়র্ক থাকবে অভিবাষীদের শহর যে শহর গড়ে উঠেছে অভিবাষীদের হাতে, টিকে আছে অভিবাষীদের চেষ্টায় এবং আজ রাত থেকে সেটা পরিচালিতও হবে একজন অভিবাষীর মাধ্যমে। প্রেসিডেন্ট ট্রাম্প, আমার কথা শুনে রাখুন, আমাদের কাউকে ধরতে হলে আপনাকে আগে আমাদের সবাইকে পার হয়ে যেতে হবে।
একসঙ্গে বলুন: আমরা নির্ধারণ করব বাসাভাড়া। আমরা বাস চালাবো দ্রুত এবং সেগুলো হবে বিনামূল্যের। আমরা একসঙ্গে নিশ্চিত করব সার্বজনীন চাইল্ড কেয়ার।