
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সারি সারি গজারি গাছ, আর সেগুলো দিনে দুপুরে কেটে বন উজার করছে একদল বনদস্যু। আর সেখানে খবর পেয়ে পৌছে যান গণমাধ্যমকর্মীরা। তারপর এমন নিধনযজ্ঞ দেখে প্রশ্ন করেন তারা কেন গাছ কাটছেন। আর তাতেই ক্ষেপে গিয়ে কয়েকজন তেড়ে আসে। কিন্তু তাদের এমন কর্মকান্ড ভিডিও করতে শুরু করলে এবার রীতিমত কেউ লুঙ্গি কাছা দিয়ে আবার কেউ লাঠি নিয়ে তেড়ে এসে ঝাপিয়ে পড়ে। আর এমন ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় সামাজিক মাধ্যমগুলো।
ঘটনাটি ঘটেছে গাজিপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারিরটেক এলাকায়। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটে ব্যস্ত ছিল বনদস্যুরা। আর এই ঘটনারভিডিও ধারণ করতে গেলে স্থানীয়
স্থানীয়সূত্রে জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে আবুল কাশেম ওরফে গজারী কাশেম নামে এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম, তার ছেলে আল আমিন এবংতাদের সহযোগীরা ১০-১২ জনের দলবলনিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। ভাইরাল হওয়া ভিডিওতেও হামলার দৃশ্য উঠে আসে।
হামলার এক পর্যায়ে সাংবাদিক এস এম জহিরুলইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলেপুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানিয়েছেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমি