
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রেলস্টেশনগুলোতে অনেকেই কুলিকে দিয়ে ভারী ভারী মালপত্র বহন করিয়ে থাকেন। বিষয়টা অমানবিক বলে মনে হলেও শ্রমের বিনিময়ে এভাবেই তারা দুমুঠো আহারের যোগান দিয়ে থাকেন পরিবারে। তবে তাদের কষ্টের কোনো মূল্য না দিয়ে উল্টো ট্রেনে উঠে পড়েন এক যাত্রী। তার তাকে চলন্ত ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে বাধ্য করেন সেই যাত্রী। আর এই অমানবিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে।
ভিডিওটিতে দেখা গেছে, ট্রেনের হাতল ধরে দৌড়াচ্ছেন একজন কুলি। আর বারবার অনুনয় করে তার পারিশ্রমিক পরিশোধ করতে অনুরোধ জানাচ্ছেন। বারবার তিনি বলছেন ভাই আমার টাকাটা দিয়ে দেন। কিন্তু সেই ব্যক্তি টাকা তো দেননি উল্টো তাচ্ছিল্য করতে শুরু করেন। তখন তিনি বলছেন দেখ
এসময় অপর এক ব্যক্তি এ ঘটনার ভিডিও করতে করতে বলেন, ভাই ওর টাকাটা দিয়ে দেন। তিনি আরও বলেন,তোমার নাম্বার দাও তোমাকে টাকা পাঠিয়ে দেবে। কিন্তু তিনি বারবার সরাসরি টাকা পারিশ্রমিক হিসেবে চাইতেই থাকেন। এরপর এক পর্যায়ে হার মানেন তিনি। ট্রেনের গতি আরও বাড়লে হাল ছেড়ে দেন সেই ব্যক্তি। এবং আল্লাহ আপনার বিচার করব, কঠির বিচার করব বলে ট্রেনের ক্লান্ত হয়ে ট্রেনের হাতল ছেড়ে দেন।
আর এভাবেই সেই কুলির পারিশ্রমিক না দিয়ে সটকে পড়েন সেই যাত্রী। যেখানে রাসুল বলেছেন, ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরি দিয়ে দিতে সেখানে এমন ঘটনা ন্যাক্কারজনক। যদিও এ ঘটনার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি। তবে এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।
অনেক নেটিজেনই সেই কুলির পাশে দাড়িয়ে বলছেন সেই যাত্রীকে খুজে বরে করা হোক যে কিনা এমন কান্ড ঘটিয়েছে। অনেকে বলছেন বিচার তিনি জায়গামত দিয়েছেন আশা করি আল্লাহ বিচার করবেন। অপরদিকে, অনেকে সেই কুলিকে চক্রের সদস্য মনে করে লিখেছেন, এদের টাকা দিলে ভাংতি না দিয়ে পালাতো। তবে বেশিরভাগ নেটিজেনই এমন ঘটনাকে ন্যাক্কারজনক বলে সেই যাত্রীর বিচারের দাবি তুলেছেন।