
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকিতে উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। এবার নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন তিনি। সম্প্রতি তিনি সতর্ক করে বলেছেন, নাইজেরিয়া সরকার যদি পদক্ষেপ না নেয়, তবে দেশটিতে যুক্তরাষ্ট্রের দেওয়া সব ধরনের সাহায্য বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে চালানো হবে দ্রুত ও 'নির্মম' সামরিক হামলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্যে কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই হুমকির একদিন আগেই ট্রাম্প দাবি করেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব এখন হুমকির মুখে। ইসলামপন্থিদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই হত্যাযজ্ঞের নীরব দর্শক হয়ে
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ওয়ারকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, "যদি আমরা হামলা চালাই, তা হবে ভয়াবহ-যেমনভাবে তারা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে।" ট্রাম্পের এই বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এ ধরনের হুমকি আফ্রিকার স্থিতিশীলতাকে আরও বিপন্ন করতে পারে।
এদিকে, নাইজেরিয়া সরকার এখনো ট্রাম্পের ওই হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর একদিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের 'বিশেষ উদ্বেগের দেশ' তালিকায় যুক্ত করা হচ্ছে। যা দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।