
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রতিবছর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশিসহ বিশ্বের বহু মানুষ। তবে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ প্রবাসী ও অননুমোদিত শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। সেই ধারাবাহিকতায় দেশটিতে আবারও বড় ধরনের ধরপাকড় অভিযান চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এবারের গ্রেফতার তালিকায় বাংলাদেশীরাও থাকতে পারেন।
সৌদি আরবে গত ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা অভিযানে প্রায় ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এসব প্রবাসীকে আটক করা হয়। রোববার (২ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবেই
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৬৮৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধ উপায়ে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৯ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২১ জনকেও গ্রেফতার করা হয়েছে।