
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিন যতই ঘনিয়ে আসছে, ততই নতুন করে উদ্বেগ তৈরি করছে ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ। আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার বিশ্বকাপ আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছে। জনস্বাস্থ্য ঝুঁকি, বিদেশি দলগুলোর নিরাপত্তা এবং সার্বিক আয়োজন—সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন আয়োজকদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নিপাহ সংক্রমণের ফলে টুর্নামেন্টের প্রস্তুতি, লজিস্টিক ব্যবস্থাপনা এবং অংশগ্রহণকারী বিদেশি দলগুলোর যাতায়াত পরিকল্পনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বড় পরিসরের এই আন্তর্জাতিক আসর আয়োজনের ক্ষেত্রে জনস্বাস্থ্যের ঝুঁকি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ভারতের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সে জন্য অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতির অবনতি হলে বিশ্বকাপের সূচি, দলগুলোর চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শক উপস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নিপাহ সংক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে টুর্নামেন্টের সময়সূচি পুনর্নির্ধারণ কিংবা কঠোর বায়োসিকিউরিটি বিধিনিষেধ আরোপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে আন্তর্জাতিক দল ও সমর্থকদের মধ্যে উদ্বেগ আরও বাড়তে পারে। এমন বাস্তবতায় বিশ্বকাপ আয়োজন এখন এক অনিশ্চিত ও চ্যালেঞ্জিং পর্যায়ে দাঁড়িয়ে আছে, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
/টিএ