
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে পরাজিত করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি জয়ের মিছিল অব্যাহত রাখে। এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে বাছাইপর্বে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং মূল পর্বে খেলার স্বপ্ন বাস্তবায়নের পথে তারা অনেকটাই এগিয়ে গেল।
দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতায় খেলতে নামে ওপেনাররা। দিলারা আক্তারের ৩৫ রানের দৃঢ় ইনিংস এবং শারমিন আখতারের ২৮ রানের কার্যকর ব্যাটিংয়ে দল পায় ভালো সূচনা। পাওয়ার প্লেতেই প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
মাঝের
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দিলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ও চাপে রাখা ফিল্ডিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক বাউই টাউ সর্বোচ্চ ৩৫ রান করলেও দলের হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন মাত্র ১৩ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। পাশাপাশি রাবেয়া খাতুন ও রিতু মনি একটি করে উইকেট তুলে নেন।
বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ছিল টাইগ্রেসদের চোখে পড়ার মতো তৎপরতা। গুরুত্বপূর্ণ সময়ে রান আউট করে প্রতিপক্ষের আশা ভেঙে দেয় বাংলাদেশ। শেষ ওভারে পাপুয়া নিউগিনির প্রয়োজন ছিল ৩৫ রান, যা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে। ৩০ রানের এই জয়ে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ নারী দল।
/টিএ