এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা পেলেও ৫০ শতাংশ শুল্ক থেকে এখনো কোনো ছাড় মেলেনি ভারতের। তাই স্বভাবতই বেশ দুশ্চিন্তায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি ভারতীয়দের ভিসা ফি বাড়ানোয় বেশ ভেঙে পড়েছেন মোদি। অনেকের ধারণা দ্রুতই বুঝি ফুরিয়ে এসেছে তার ক্ষমতা। কিন্তু হঠাৎ জাতির উদ্দেশে ভাষণের ঘোষণা দেন তিনি। আর তাতে বাড়তে থাকে জল্পনা কল্পনা। পরে সব জল্পনা শেষে জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছেন মোদি। আর সেখানে যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ভারতের শত্রু কে তা নিয়েও খোলাসা করেছেন তিনি। রোববার সন্ধ্যায় দেওয়া সেই ভাষণে তার
বক্তব্যে ছিল স্পষ্ট বার্তা, ভারতীয়দের উচিত, ভারতেই তৈরি পণ্য অর্থাৎ স্বদেশী পণ্য কেনা। এসময় তিনি আরও বলেন বিশ্বে আমাদের কোনো বড় শত্রু নেই। যদি আমাদের কোনো শত্রু থাকে, তবে তা হলো অন্যান্য দেশের ওপর আমাদের নির্ভরতা। আমাদের সেই নির্ভরতা থেকে বের হতে হবে। যদিও কোনো দেশের নাম নেননি তিনি, তবুও তার ইঙ্গিত যে যুক্তরাষ্ট্রের দিকেই, তা নিয়ে যেন কোনো সন্দেহ নেই কারও মনে। মোদীর এই ‘স্বদেশি ডাক’ যেন মুহূর্তেই আলোড়ন তোলে ভারতজুড়ে। তার সমর্থকরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন। লক্ষ্যবস্তুতে এসেছে ম্যাকডোনাল্ডস, পেপসি, কোকা-কোলা, অ্যাপলের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড। বিশেষত তরুণ প্রজন্মের কাছে যেসব পণ্য ব্যাপক জনপ্রিয়, সেগুলোকে টার্গেট করা হচ্ছে মূলত। ভারতের স্থানীয় শিল্পখাত এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। দেশীয় কোম্পানিগুলো ইতোমধ্যেই নিজেদের পণ্যের প্রচারে আরও জোর বাড়িয়েছে। দোকানদারদের উদ্দেশেও মোদীর স্পষ্ট নির্দেশ, দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দিতে হবে। তার দাবি, দেশীয় পণ্যের চাহিদা বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। ১৪০ কোটি মানুষের বিশাল বাজারের দেশ ভারত বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্যের অন্যতম প্রধান গন্তব্য। ফলে মোদীর এই আহ্বান নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। এমি/এটিএন বাংলা