এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
শাপে বর প্রবাদটি যেন এবার গাজাবাসীর জন্যই প্রযোজ্য। কারণ, তাদের অনাহারে রাখতে ত্রাণ ঢুকতে বাধা দিতে ফ্লোটিলাকে ঠেকাতে উঠেপড়ে লেগেছিল ইসরাইলি বাহিনী। আর ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে গভীর সমুদ্রে জাল ফেলেছিলেন ফিলিস্তিনি জেলেরা। এমনকি সৌভাগ্যক্রমে তাদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে মাছও। আর তাতে যেন উল্লাসে ফেটে পড়েছে ক্ষুধার্ত গাজাবাসী। এই দুর্লভ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইসরাইলের লাগাতার আগ্রাসনে গাজা এখন যুদ্ধ, ক্ষুধা আর অবরোধের এমন এক শহর যেখানে আনন্দের মুহূর্ত যেন এখন বিলুপ্ত স্মৃতি। কিন্তু সেই গাজাতেই হঠাৎ যেন প্রাণ ফিরে এলো। যখন ইসরায়েলি নৌবাহিনী মানবিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকাতে ব্যস্ত ছিল, তখন সুযোগটি
কাজে লাগিয়ে ফিলিস্তিনি জেলেরা ছুটে গেলেন গভীর সমুদ্রে। সেই সময়েই জেলেরা প্রথমবারের মতো গুলি বা আটক হওয়ার ভয় ছাড়াই গভীর পানিতে জাল ফেলতে সক্ষম হন তারা। আর আশ্চর্যজনকভাবে, তাদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে মাছ। গত বুধবার রাতে ইসরায়েলি বাহিনী ৪০টিরও বেশি দেশের ৪৫০ জনেরও বেশি ত্রাণকর্মীকে বহনকারী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নামের নৌবহরটি আটক করে। ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর চেষ্টা করছিল এই দলটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কয়েক ডজন জেলে সমুদ্রসৈকতে জাল টেনে তুলছেন এবং উপস্থিত জনতা উল্লাস করছে। ক্ষুধার্ত ও অবরুদ্ধ জীবনে এটি ছিল এক বিরল আনন্দের মুহূর্ত। অনলাইনে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও আনন্দ প্রকাশ করেছেন। তবে অনেকে এটিকে সৃষ্টিকর্তার আশীর্বাদ বললেও, অনেকেই গাজাবাসীর স্বাধীনভাবে মাছ ধরার অধিকার না থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গাজার কৃষি মন্ত্রণালয়ের মতে, যুদ্ধের কারণে এই অঞ্চলের মৎস্য খাত ধ্বংস হয়ে গেছে। আর প্রায় ৪ হাজার জেলে কাজ হারিয়েছেন যা গাজার ভয়াবহ খাদ্য সংকটকে আরও তীব্র করেছে। আর সেই চলমান ক্ষুধা ও অস্থিরতার মাঝেও এমন সুযোগ যেন বারবার আসে ভিডিওটি দেখে এমন প্রত্যাশাই করেছেন নেটিজেনরা। এমি/এটিএন বাংলা