এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
প্রতিদিনের কর্মব্যস্ততায় ক্লান্ত হয়ে দোকানের এক কর্মচারি যুবক খানিকটা জিরিয়ে নিতে পানির বোতল হাতে উঠে যান তিনতলার বারান্দায়। কিন্তু বেখায়ালে হেলান দিতে গিয়ে হঠাৎ ঘটে যায় এক ভয়ংকর ঘটনা। রেলিং ছাড়া সে বারান্দা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে সোজা নিচে পড়ে যান। আর এমন ভয়ংকর দৃশ্যের সিসি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আর তা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের যোধপুরে। আর দুর্ঘটনায় পড়া বছর পচিশের সেই যুবকের নাম নাজির যিনি কাজ করতেন এক কাপড়ের দোকানে। ভিডিওতে দেখা গেছে, তিনতলায় অবস্থিত সেই দোকানের পাশের বারান্দায় রেলিংছাড়া অংশে বেখেয়ালে দাড়াতে গিয়ে আচমকা নিচে পড়ে যান তিনি। আর
তার চিৎকারে ছুটে আসেন তার সহকর্মীরা। ততক্ষণে নিচে পড়ে যান তিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে যান তিনি। কিন্তু কিভাবে? তিনতলা থেকে পড়লে প্রাণহানির আশঙ্কাই বেশি থাকে। কিন্তু নিচেই রাখা ছিল একটি স্কুটার। ভাগ্যের জোরে সেটির উপর গিয়ে পড়েন তিনি। স্কুটারটি যেন তার জন্য অপ্রত্যাশিত এক ‘লাইফসেভার’ হয়ে ওঠে। যদিও প্রাণে বেঁচে গেছেন, তবে তিনতলা থেকে পড়ে যাওয়ার ধাক্কায় তার পায়ে গুরুতর আঘাত লেগেছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি আশংকামুক্ত রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিও দেখে অনেকেই বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, এ যেন অলৌকিক বেচে ফেরা, আবার কেউ কেউ লিখেছেন, “সতর্ক না হলে জীবন যে কত বড় ঝুঁকিতে পড়তে পারে, এই ভিডিও তার প্রমাণ।যোধপুরের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এই ঘটনায় ওই যুবক সৌভাগ্যক্রমে বেচে ফিরলেও এটি সকলের জন্য একপ্রকার সতর্কবার্তা। কারণ, সামান্য এমন অসতর্কতা থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমি/এটিএন বাংলা