
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ক্রেন দিয়ে একটি দোকানের একাংশ ভেঙে কোনো একটি যন্ত্র ট্রাকে তুলে নেয়া হচ্ছে। আর সেখানে উপস্থিত মাত্র দু তিনজন ব্যক্তি। দৃশ্যটি প্রথমে স্বাভাবিক বলে মনে হলেও খেয়াল করলে দেখা যাবে ঘটনাটির সময় রাস্তা ছিল সুনসান নীরব। আর এই ভিডিওটি দূর থেকে এক ব্যক্তি ধারণ করে সামাজিক মাধ্যমে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই এর নেপথ্যে কি ঘটেছে তা জানতে চেয়েছেন এরপর সেদিনকার আসল ঘটনা প্রকাশ পেতেই হতবাক সবাই। কি হয়েছিল সেখানে?
এটিএমবুথে টাকা চুরি বা ডাকাতির ঘটনানতুন কিছু নয়। তবে এবার এমন এক ঘটনা ঘটেছে যা রীতিমত সিনেমার দৃশ্যকেও হার মানাবে। সেইনবারিস লোকাল নামের একটি সুপারশপের চোরেরা শুধুটাকা নয় বরং
ব্রিটিশসংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রোববার গভীররাতে শহরের সেইনবারিস লোকাল নামের একটিসুপারমার্কেটে এই নাটকীয় চুরিরঘটনা ঘটে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, কালো মুখোশ পরা কয়েকজন ব্যক্তি একটি গাড়ি ও ভারী নির্মাণযন্ত্রটেলিহ্যান্ডলার নিয়ে সুপারমার্কেটের সামনে আসে। এরপর ভারী যন্ত্রটির সাহায্যে দোকানের দেয়াল ভেঙে পুরো এটিএম মেশিনটিই ট্রাকে তুলে নেয় তারা। পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যেই, তারপর দ্রুতগতিতে স্থান ত্যাগ করে চোরের দল।
খবরপেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কর্মকর্তারা জানান, এটিএম তুলে নেওয়ার সময় মার্কেট ভবনের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সন্দেহভাজনদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরুকরেছে।
তদন্তকর্মকর্তাদের ধারণা, এটি ছিল পরিকল্পিত ও পেশাদার চুরিরঅভিযান, যেখানে চোরেরা আগেই পুরো পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাটি শুধু চুরি নয়, বরং গুরুতর সম্পত্তি ক্ষয়ক্ষতির মামলাও হিসেবে বিবেচনা করা হচ্ছে। অপরাধীদের খুঁজে বের করতে থেমস ভ্যালি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে।