
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সবচয়েধৈর্যশীল পেশাজীবী হিসেবে মানা হয়ে থাকে চিকিৎসকদের। কিন্তু সেই মহান পেশায় এসেও চরম অপেশাদার এবং নির্মম এক কাণ্ড করেবসলেন এক তরুণী। আরসেই ঘটনার ভিডিও এবার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। আর তাতে যেনসমালোচনার ঝড় বইছে নেটদুনিয়ায়।
ভারতেরগুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে হাসপাতালের ভেতর রোগীর বাবাকে প্রকাশ্যে চড় মারেন সেইচিকিৎসক। এই ঘটনার ভিডিওসামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয়গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রবিবার আহমেদাবাদেরএকটি বেসরকারি হাসপাতালে এই ঘটনাটি ঘটে।নিজের অসুস্থ মেয়েকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসেন এক বাবা। তবেউপস্থিত চিকিৎসক তার মেয়েকে পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেন। বারবার অনুরোধ সত্ত্বেও চিকিৎসক রাজি না হওয়ায় ক্ষোভপ্রকাশ করতে
ঘটনারপুরো দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করছিলেন ওই বাবা। চিকিৎসকবুঝতে পারার সঙ্গে সঙ্গে ভিডিওগ্রহণ বন্ধ করতে বলেন এবং উত্তেজিত হয়ে তার দিকে তেড়ে যান। ভাইরাল হওয়া ভিডিওতে এমনটাই দেখা গেছে। এমনকি বিশৃঙ্খলা থামাতে ছুটে আসেন এক নিরাপত্তাকর্মী এবংতার উপরও ক্ষেপে যান সেই চিকিৎসক।
এদিকেভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় পুলিশঘটনাটি তদন্তে নামে। সোমবার দুপুরে আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, তারা রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে রোগীর পরিবার জানিয়েছে, তারা চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে আগ্রহী নয়। পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি নজরে রেখেছি। পরিবার যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকেহাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে এবং চিকিৎসকের আচরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া এইঘটনাকে কেন্দ্র করে ভারতে চিকিৎসক ও রোগীর সম্পর্কনিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে যে কারণেই হোক, একজন চিকিৎসকের এমন আচরণ পেশার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেই মনে করেন নেটিজেনরা।