এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘের ৮০ তম অধিবেশনে নজর কেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। কিন্তু সেখানে তাদের ঘিরে হঠাৎ করে ঘটে যায় বেশ অদ্ভুত এক ঘটনা। স্ত্রীকে নিয়ে ট্রাম্প যখন হেটে এসে চলন্ত সিড়িতে ওঠেন ঠিক তখনি থেমে যায় সেটি। আর অগত্যা ট্রাম্পকে চলন্ত সিড়ি দিয়ে হেটে উপরে যেতে হয়েছে। আর এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। মঙ্গলবার একটি চলন্ত সিঁড়ি দিয়ে উঠছিলেন তিনি, হঠাৎ সেটি থেমে যায়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে চাপা আতঙ্ক। পরে এর আসল কাহিনী জানার পর ট্রাম্প নিজেও ঘটনাটি নিয়ে হাস্যরসে মেতে ওঠেন। কেন ট্রাম্প উঠতেই কেন থেমেছিল চলন্ত সিড়ি? জানা গেছে, ঘটনাটি আসলে কোনো নাশকতা নয়,
বরং ট্রাম্পের সঙ্গে থাকা এক ভিডিওগ্রাফার পেছনে হাঁটতে হাঁটতে অসাবধানতাবশত সিঁড়ির জরুরি সেফটি বাটনে চাপ দেন। এটি এমন একটি ব্যবস্থা, যা কোনো বস্তু আটকে গেলে স্বয়ংক্রিয়ভাবে এসকেলেটর থামিয়ে দেয়। ট্রাম্প নিজেও ঘটনাটি নিয়ে রসিকতা করে বলেন, জাতিসংঘ থেকে আমি দুটো জিনিস পেলাম—একটা খারাপ এসকেলেটর আর একটা খারাপ টেলিপ্রম্পটার! যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বিষয়টিকে হালকাভাবে নেননি। তিনি সতর্ক করে বলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটি করে থাকে, তবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। পরে জাতিসংঘ নিশ্চিত করে, এটি নিছক দুর্ঘটনা এবং নিরাপত্তা ব্যবস্থা কাজ করায় এমনটি হয়েছিল। এর আগে দিনটিতে ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে নতুন রেকর্ড গড়েন। যেখানে সাধারণত বক্তাদের জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত থাকে, সেখানে তিনি টানা ৫৬ মিনিটেরও বেশি সময় ধরে বক্তব্য দেন। এটি কেবল তার ব্যক্তিগত রেকর্ডই নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জাতিসংঘে দেওয়া দীর্ঘতম ভাষণ বলে জানা গেছে।এভাবে রেকর্ড বক্তৃতার পাশাপাশি এসকেলেটর বিপত্তির মতো ঘটনাও জাতিসংঘে ট্রাম্পের সফরকে ঘিরে আলোচনার জন্ম দিয়েছে। এমি/এটিএন বাংলা