
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয়—এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সৌদি আরবে ওমরাহ পালন ও যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে সঙ্গে নিয়ে সময়মতো প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”
তিনি জানান, সফরকালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।
জামায়াত আমির বলেন, “প্রবাসীরা দেশের উন্নয়নে
তিনি আরও বলেন, “মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে তা যেন বিরোধে পরিণত না হয়—আমরা সব দলের মতকে শ্রদ্ধা করি।”
এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের শীর্ষ নেতারা।