
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিজেদের দলীয় প্রতীকেই ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ২০২৫ জারি করেছে সরকার।
সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধনের মাধ্যমে আরপিওতে এই পরিবর্তন আনা হয়েছে।
এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। জোটের প্রতীকসংক্রান্ত ২০ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও, জামায়াত ও এনসিপি এই সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।
অবশেষে, জোটবদ্ধ দলগুলো নিজেদের প্রতীকে ভোট করবে—এই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে, একাধিক নিবন্ধিত দল জোট গঠন করলেও জোট মনোনীত
আরপিও-এর নতুন বিধান:
সংশোধিত অনুচ্ছেদ ২০ অনুযায়ী, যদি দুই বা ততোধিক নিবন্ধিত দল যৌথ প্রার্থী দিতে সম্মত হয়, তবে নির্বাচন কমিশন (ইসি) আবেদন সাপেক্ষে সেই প্রার্থীর দলের সংরক্ষিত প্রতীকটি জোটের ব্যবহারের অনুমতি দিতে পারবে।
তবে এ আবেদন তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে ইসির কাছে জমা দিতে হবে।
নির্বাচনী আইন সংস্কারের চূড়ান্ত ধাপ:
এই অধ্যাদেশ জারির মধ্য দিয়ে নির্বাচনী আইন সংস্কারের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
এর আগে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা ও সাংবাদিক নীতিমালা সংশোধন সম্পন্ন হয়েছে।
আরপিও সংশোধনের পর ইসি এখন দ্রুত দল ও প্রার্থীর আচরণবিধি জারি করবে বলে জানা গেছে।
/এমআর