এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
বিশেষ দিনে প্রিয়তমা স্ত্রীকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বের হয়েছিলেন এক স্বামী। ভেবেছিলেন, আজকের দিনটা বুঝি স্মরণীয় হতে চলেছে। কিন্তু বাসায় ফিরে তিনি যা দেখলেন তাতে যেন কারযত তার পায়ের মাটি সরে গেছে। তারই বিছানায় স্ত্রীকে তার পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন সেই হতভাগ্য স্বামী। আর এমন ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুরপাড় চারতলা মোড় এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তির স্ত্রী তখন অসংলগ্ন পোশাকে লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত। আর জানালার কাটা গ্রিল হাতে দাড়িয়ে আছেন ওই পরকীয়া প্রেমিক। দৃশ্যটি এতটাই বিব্রতকর যে
অনেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ওই ব্যক্তি বা এই ঘটনার সম্পর্কে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি। এলাকাসূত্রে জানা গেছে, ওই ব্যক্তি স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফেরেন। কিন্তু দরজায় কড়া নাড়তেই যেন সব আনন্দ জমে গেলো এক অজানা আশঙ্কায়। বারবার ডাকে কোনো সাড়া না মেলায় মনে হলো, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আতঙ্ক আর সন্দেহ নিয়ে তিনি উকি দিলেন জানালায়। কিন্তু সেখানে তিনি দেখলেন, এক যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে! সেই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল, স্ত্রী কেন দরজা খুলছিল না। নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে এমন অবস্থায় দেখে বিস্ময়ে, রাগে, ক্ষোভে কাঁপতে থাকেন স্বামী। মুহূর্তেই আশপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড়। এরপর কেউ একজন পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরকীয়া শুধু একটি প্রতারণা নয়, এটি বিশ্বাস, শ্রদ্ধা ও পারিবারিক মূল্যের প্রতি এক নির্মম আঘাত। একজন স্বামী সারাদিন পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাতে চায়। অথচ তার প্রিয় মানুষটিই যদি প্রতারণার মুখোশ পরে, তাহলে সেই বিশ্বাস আর কোথায় থাকে? অনেকে মনে করেন, প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে এমন ঘটনা ঘটে, কিন্তু এই ভিডিও প্রমাণ করে, পরকীয়া এখন ছড়িয়ে পড়েছে সমাজের গভীরে। এমি/এটিএন বাংলা