এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ভালোবাসার কোনো সীমানা নেই আর কে কখন কার প্রেমে পড়বে এ বোঝা বড় দায়। কিন্তু প্রেম যদি হয় নিখাদ তবে প্রেয়সীর জন্য অবলীলায় সাত সমুদ্র তেরনদী পেরিয়ে আসা যায়। আর এটাই যেন সত্যি করে দেখালেন আমেরিকার এক নাগরিক। নিখাদ প্রেমের টানে তিনি এসে সুদূর মার্কিন মুলুক থেকে হাজির হয়েছেন বাংলাদেশে! আর সেই প্রেম পূর্ণতা পেয়েছে বিয়েতে। সাভারের আনন্দপুর এলাকার কলেজছাত্রী জেবিন আরার সঙ্গে মার্কিন নাগরিক জং মিয়ং শিনের পরিচয় একটি ডেটিং অ্যাপে। কথা, হাসি, গল্পের ভেতর দিয়ে জন্ম নেয় এক হৃদয়ের টান। সেই টানেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি শহর থেকে এসে বাংলাদেশের তরুণী জেবিন আরাকে বিয়ে করেছেন জং মিয়ং শিন। আর সেই
বিয়েতে তার উচ্ছাসই যেন বলে দেয় ভালোবাসা কতটা মজবুত। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য জং একজন কোরিয়ান-আমেরিকান নাগরিক। প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন তিনি। আর পরেছেন ঐতিহ্যবাহী পাঞ্জাবিও। শুধু তাই নয়, বাংলা ভাষাও শিখেছেন খানিকটা, যেন প্রিয় মানুষটির ভাষাতেও প্রকাশ করতে পারেন তার উজাড় করা ভালোবাসা। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই এ নবদম্পতি পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। আর সেখানেই গড়ে তুলবেন তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সুখের সংসার। এমি/এটিএন বাংলা