
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের উঠতি তারকা জাহ্নবী কাপুর দীর্ঘদিন ধরে কাজের চাপে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে এবার তিনি নিজের জন্য কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৮ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন জাহ্নবী, যার ফলে তার ক্যারিয়ার শুরু থেকেই নানা উত্থান-পতনে ভরপুর।
‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে তার অভিনয় প্রশংসিত হলেও সাম্প্রতিক কিছু ছবি—‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’—বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।
তবুও জাহ্নবীর জন্য রয়েছে সুসংবাদ। জানা গেছে, ২০২৫ সালে তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। নতুন কোনো প্রজেক্টে না জড়িয়ে, এই সময় তিনি মনোযোগ দেবেন দক্ষিণের জনপ্রিয়
বিরতি নেওয়ার পরও তার জনপ্রিয়তা ও বাজারমূল্য ক্রমেই বাড়ছে। ‘পেড্ডি’ ছবির জন্য তিনি পাচ্ছেন ৬ কোটি রুপি পারিশ্রমিক, যা তার তেলেগু ডেবিউ ছবি ‘দেওয়ারা পার্ট ওয়ান’-এর পারিশ্রমিকের চেয়ে এক কোটি বেশি।
এছাড়া, আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির পরবর্তী ছবির জন্যও জাহ্নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে তিনি ৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন।
সব মিলিয়ে, এই বিরতির মাধ্যমে জাহ্নবী কাপুর কিছুটা দূরে সরে গিয়ে নিজের ক্যারিয়ারকে নতুনভাবে গুছিয়ে নিতে চান। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে আরও পরিণত ও আত্মবিশ্বাসী রূপে তিনি আবারও পর্দায় ফিরবেন। /টিএআর