
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে আত্মশুদ্ধি ও সংযমের পবিত্র মাস রমজান। সিয়াম সাধনার এই গুরুত্বপূর্ণ মাসকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে ২০২৬ সালের রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ও ঈদুল ফিতরের সময়সূচি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রাথমিক হিসাব প্রকাশ করেছে।
আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডারে রমজান শুরুর সম্ভাব্য সময় উল্লেখ করা হয়েছে।
আইএসিএডির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব
তবে বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশগুলোতে রমজান শুরুর বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করবে। সে ক্ষেত্রে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। শরিয়তের বিধান অনুযায়ী, শাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
চন্দ্রভিত্তিক হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালে রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। তবে চাঁদ দেখা সাপেক্ষে মাসটি ২৯ দিনের হলে ১৮ মার্চেই রমজান শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। একই হিসাবে মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। আর বাংলাদেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০ অথবা ২১ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
/টিএ