
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রথম দেখায় মনে হতে পারে, হয়তো কোনো সিনেমার শুটিং চলছে। মাঝরাতের ফাঁকা রাস্তায় গর্জন তোলা বাইক, ঝলমলে মোবাইল ক্যামেরা আলো, আর স্টান্টের প্রস্তুতি—সবকিছুই যেন কোনো থ্রিলার দৃশ্যের মতো লাগছিল। কিন্তু কিছুক্ষণ পরই আনন্দভরা সেই মুহূর্ত পরিণত হয় ভয়াবহ এক দুর্ঘটনায়। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে রিলস ভিডিও তৈরির জন্য বাইকে স্টান্ট করছিল। সামনের চাকা তুলে ‘উইলি’ দিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়ে যায় বাইকটি। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে তরুণ-তরুণী দুজনই। তাদের পেছনে থাকা আরেকটি বাইকও ধাক্কা খেয়ে উল্টে যায়, আহত হয় আরও দুই তরুণ।
ঘটনাটি ঘটেছে ভারতের এক ফাঁকা রাস্তায়, গভীর
ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। অনেকে বলেছেন, সামান্য কয়েক সেকেন্ডের রিলসের জন্য জীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে ও বিপজ্জনকভাবে বাইক চালানোর অভিযোগে তদন্ত চলছে। প্রশাসন সবাইকে সতর্ক করে বলেছে—‘রিলস হোক বিনোদনের মাধ্যম, মৃত্যুর নয়।’
/টিএ