
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রাম নগরীতে জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। কাজগুলো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুতের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে।
বিদ্যুৎ বিভ্রাটের আওতায় যে এলাকার মানুষরা প্রভাবিত হবেন, তার মধ্যে রয়েছে গাউসিয়া আবাসিক এলাকা, গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ লেইন, পশ্চিম শহীদ নগর, দেলওয়ার কোম্পানির বাড়ি, মির্জাপাড়া, মুরাদনগর,
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় কিছু অসুবিধা হতে পারে। তবে এই কাজের মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এতে চট্টগ্রামের বাসিন্দারা দীর্ঘ মেয়াদে উপকৃত হবেন।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজ, ব্যাবসা বা শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নগরবাসীর সচেতনতা জরুরি। বোর্ড আশা করছে, জনসাধারণ এই সাময়িক অসুবিধা বুঝতে পারবে এবং ধৈর্য ধারণ করবে।
/টিএ