এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একদিনের সফরে আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সফরে আসছেন মালয়েশিয়ার শীর্ষ নেতা। সফরে দুই নেতা একান্তে বৈঠক করবেন। এর বাইরে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে একটি বৈঠকেও তাঁরা নেতৃত্ব দেবেন। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আনোয়ার ইব্রাহিমের সফরের সময় বাংলাদেশের কর্মীদের মালয়েশিয়ায় কাজের সুযোগ বাড়ানো, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দেশটির সহায়তা, বাংলাদেশ থেকে রপ্তানি ও মালয়েশিয়া থেকে এখানে বিনিয়োগ বাড়ানোসহ বিভিন্ন বিষয় আলোচনায় আনা হতে পারে। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী ব্যবস্থায় চিকিৎসার বিষয় তুলতে পারে দেশটি।