এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ভক্তদের আগ্রহের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন তিনি। শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন ইশরাক। নুসরাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। সেই হিসেবে টাঙ্গাইল জেলার জামাই হচ্ছেন বিএনপির এই তরুণ নেতা। এদিকে ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বলেন, হঠাৎ করে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে তার ছেলের। তিনি হবু দম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ।
ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র। ইশরাক পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি ইশরাক হোসেন তরুণ প্রজন্মের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও আধুনিক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিতি পাচ্ছেন। টিএ