এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
হাতে গাড়ির ইঞ্জিনের কালো তেলভর্তি বোতল। আর সেই বোতল থেকে তেল পান করছেন এক ব্যক্তি। শীর্ণ দেহের সেই ব্যক্তিকে দেখে বিশেষ কিছু না মনে হলেও হাতের তরলটি পান করাতে এখন ভাইরাল সেই ব্যক্তি। আর এমন দৃশ্য দেখে চমকে উঠছেন যে কেউই।ভারতের কর্ণাটকের শিবমোগ্গা জেলার এক যুবকের অদ্ভুত জীবনধারা সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই ব্যক্তির দাবি, ভাত-রুটি, শাকসবজি কিংবা ফলমূল কিছুই খান না তিনি। কেবল তিনি প্রতিদিন সাত থেকে আট লিটার গাড়িতে ব্যবহৃত ইঞ্জিন অয়েল আর চা পান করেন। আর ৩৩ বছর ধরে তিনি নাকি এই খাদ্যাভ্যাসই অনুসরণ করছেন তিনি। স্থানীয়দের কাছে ওই ব্যক্তি ‘অয়েল কুমার বা তেল কুমার নামে পরিচিত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার এই অদ্ভুত খাদ্যাভ্যাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আশপাশের মানুষজন যখন স্বাভাবিক খাবার দিচ্ছেন, তা এড়িয়ে সরাসরি বোতল থেকে কালো মোটর অয়েল খাচ্ছেন তিনি। এমন অবিশ্বাস্য রুটিনের পরও ‘তেল কুমার নাকি কখনো হাসপাতালে ভর্তি হননি বা গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীনও হননি। তার দাবি, এমন জীবনযাত্রার পেছনে ভরসা ভগবান আয়্যাপ্পার আশীর্বাদ।তবে এ নিয়ে চিকিৎসকেরা সতর্ক করেছেন। বিশেষজ্ঞদের মতে, সামান্য পরিমাণ ইঞ্জিন অয়েল পেটে গেলেও ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া দীর্ঘদিন মোটর অয়েলের সংস্পর্শে থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়ে, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, প্রজনন ক্ষমতা কমে যায় এবং শরীরে ভারী ধাতু জমে লিভার, কিডনিসহ একাধিক অঙ্গ বিকল হতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। নেটিজেনরা বেশির ভাগই ভিডিওটিকে ভুয়া বলছেন। বিশেষ করে তেত্রিশ বছর ধরে মোটর অয়েল খাওয়ার বিষয়টি নিয়ে। কারণ এটি কারযত অসম্ভব বলেই মনে করছেন অনেকেই। আর ছড়িয়ে পড়া সেই ভিডিওটির কোন সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি। এমি/এটিএন বাংলা