এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ভারতের হিমালয়ের কোলঘেঁষা লাদাখ শহর এখন বিক্ষোভে অশান্ত। রাজ্যের মর্যাদা এবং চাকরির দাবিতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে শহরের বিভিন্ন অংশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেরই প্রশ্ন কার ডাকে সাড়া দিয়ে অধিকার আদায়ে হাজারো মানুষ রাজপথে? উত্তরটা জানলে হয়তো অবাক হবেন। নেপথ্যে রয়েছেন থ্রি ইডিয়টসের সেই ফুংসুক ওয়াংরু! মজার ব্যাপার হলো, যার জীবনীর অনুপ্রেরণায় বলিউডে থ্রি ইডিয়টস সিনেমার প্রধান চরিত্রটি বানানো হয়েছিল তিনিই নাকি এ আন্দোলনের মাস্টারমাইন্ড। আর তার নাম সোনাম ওয়াংচুক। তিনি একজন প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষাবিদ। তারই নেতৃত্বেই মাঠে নেমেছেন আন্দোলনকারীরা। আর দাবি করছেন, লাদাখকে
বিশেষ মর্যাদা প্রদান করা হোক, যাতে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার গঠনের সুযোগ নিশ্চিত হয়। এ আন্দোলনের দুদিন আগেই সোনামের সংগঠন লে এপেক্স বডির নেতারা সতর্ক করেছিলেন যে, জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। বুধবার তাই বাস্তবে পরিণত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, সুনাম ওয়াংচুক উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে উত্তেজিত করেছেন। পরিস্থিতিকে আরো ঘোলাটে না করতে তাদের সতর্ক করেছে প্রশাসন। লাদাখ ও কারগিলের আন্দোলনকারীদের প্রতিনিধি এবং কেন্দ্র সরকারের মধ্যে বৈঠক নির্ধারিত হয়েছে আগামী ৬ অক্টোবর। তবে কিছু পক্ষের নাশকতামূলক আচরণের কারণে আলোচনাকে বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তে লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে সরাসরি নয়া দিল্লির অধীনে আনা হয়। এর ফলে বৌদ্ধ ও মুসলিম অধ্যুষ্যত অঞ্চলের স্বায়ত্বশাসন কমে গেছে। সেই সময় থেকে লাদাখে অস্থিরতার শুরু হয়েছে। বুধবারের ঘটনা সেই দীর্ঘস্থায়ী উত্তেজনারই নতুন অধ্যায়। স্থানীয়দের দাবি, কেন্দ্র তাদের স্বায়ত্বশাসনের প্রতিশ্রুতি কার্যকর না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এমি/এটিএন বাংলা