এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি রক্ষা করেও দেশে শিল্পায়ন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদের-বেজার তৃতীয় সভায় তিনি এ কথা বলেন। বেজার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজন করা হয় এর তৃতীয় সভা। এতে প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলার দিক নির্দেশনা দিয়ে বলেন, শিল্প কারখানার নিরাপত্তার স্বার্থেই পরিবেশ রক্ষার বিষয়টি নজরে রাখা জরুরী এবং পরিবেশে ও কৃষির কথা মাথায় রেখেই দেশে শিল্পায়ন গড়ে তুলতে হবে। যত্রতত্র শিল্পায়ন না করে কৃষি জমি ও পরিবেশ রক্ষা করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-ইপিজেড গড়ে তুলেতে ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চট্টগ্রাম, রাজশাহী, মৌলভীবাজার, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ২১টি জায়গা চিহ্নিত করেছে বেজা। এমনি ভাবে মোট ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলার ক্ষেত্রে নদী বা সমুদ্র বন্দর ও যোগাযোগ ব্যবস্থার বিষয়টি বিবেচনায় আনার পরামর্শ দেন তিনি। আর কর্মসংস্থান বাড়াতে শ্রমঘন ও কৃষিভিত্তিক শিল্পায়নের উপরও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।