
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি বছরের শুরু থেকে সাগরপথে ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে শীর্ষে আছেন বাংলাদেশিরা। আর ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে এবার এই তথ্যই উঠে এসেছে। দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। অন্যযেকোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা। ২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর বাংলাদেশিদেরআগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এসময়ে ইতালিতে পৌঁছেছিলেন প্রায় আট হাজারের কিছুবেশি বাংলাদেশি; যা এবার দ্বিগুণের ওবেশি।ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্তমোট ৫৫ হাজার ৯৪৮জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। তাদের মধ্যে বাংলাদেশিরা এখন পর্যন্ত মোট ১৬ হাজার
৫৫২জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসর (৭ হাজার ৬৯০জন) এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া (৬ হাজার ৮৮৭জন)।এরপর রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান (৩৭২৬), আফ্রিকার দেশ সুদান (৩৩৪৭), সোমালিয়া (২৫৬৬), ইথিওপিয়া (২০৩৭), মাগরেব অঞ্চলের দেশ তিউনিশিয়া (১৫২৪), ইরান (১৪৯৩), সিরিয়া (১২৪৫), গিনি (১২১৮), আলজেরিয়া (১১১৫), নাইজেরিয়া (৮০১), মালি (৭৫৩) ও আফগানিস্তান (৬১২)। অন্যান্য দেশেরঅভিবাসীদের সংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮২জন।ইনফোমাইগ্রেন্টসের পরিসংখ্যান বলছে, সামগ্রিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমাগত বাড়ছে। আর সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের আগমন আরও বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। এমি