এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা-সিলেট মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি। আর এ মহাসড়কে যানজট এখন যেন নিত্যদিনের সঙ্গী। তবে এ সড়কের দুরবস্থা নিয়ে মানুষের অভিযোগ ছিল বহুদিনের। এবার সেই বাস্তবতা যেন এবার নিজে অনুভব করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বেহাল মহাসড়ক পরিদর্শন করতে এসে নিজেও তীব্র যানজটের কবলে পড়েন সড়ক তিনি। এরপর তিন ঘণ্টা যানজটে আটকে পড়ে অবশেষে মোটরসাইকেল চড়ে পৌঁছালেন গন্তব্যে। আর এই দৃশ্যে যেন আবারও ফুটে উঠল সেখানকার সড়ক ব্যবস্থা ও ভয়াবহ যানজটের চিত্র। বুধবার সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইল বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা দেন উপদেষ্টা। কিন্তু বাহাদুরপুর পৌঁছাতেই তার গাড়িবহর
আটকা পড়ে ভয়াবহ যানজটে। ঘড়ির কাঁটা ঘুরতে থাকে, সময় গড়ায়। তবুও যেন কোনো গাড়ি নড়ে না। অবশেষে দুপুর একটার দিকে তিনি বাধ্য হয়ে মোটরসাইকেল চড়ে যান সরাইলের বিশ্বরোড মোড়ে। উপদেষ্টা ফাওজুল কবির খান মূলত মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত বেহাল অংশটি পরিদর্শনে এসেছিলেন। কিন্তু বাস্তবতা হলো, যানজটের তীব্রতায় তিনিও আটকে পড়েন অন্যান্য সাধারণ যাত্রীদের মতোই। জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু কাজের ধীরগতি ও এলোমেলো মালামাল ফেলে রাখার কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। ফলে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটার পথে দেখা দিয়েছে তীব্র যানজট। এমনকি ১৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে লাগছে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত। যানজটে আটকে পড়া এক চালক বলেন, আমরা প্রতিদিন এভাবে ভুগি, আজ উপদেষ্টাও দেখলেন আমাদের প্রতিদিনকার এমন অবস্থা।হাইওয়ে পুলিশের দাবি, ভারী যানবাহনের চাপ, অপরিকল্পিত সংস্কার ও ধীরগতি প্রকল্পের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।আর সংস্কার কাজের জন্য এক পাশ বন্ধ রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তাছাড়া উপদেষ্টা মহোদয়ের গাড়িও আটকা পড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হাইওয়ে এবং থানা পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম। এমি/এটিএন বাংলা