
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রবলশক্তিশালী হারিকেন মেলিসার তাণ্ডবে যেন মৃত্যু ও ধ্বংসের ছায়াহয়ে নেমে এসেছে গোটা ক্যারিবীয় অঞ্চলে। ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি গতির বাতাস নিয়ে আঘাত হানা এই ক্যাটাগরি–৫ঘূর্ণিঝড় মুহূর্তেই জ্যামাইকা, হাইতি ও কিউবাকে পরিণত করেছে এক বিরান ভূমিতে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, আহত ও নিখোঁজ রয়েছে বহুমানুষ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ আঘাত হানে জ্যামাইকার উপকূলে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বলেছেন, “পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।” তাঁর ভাষায়, ৮০ থেকে ৯০শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে, বিধ্বস্ত হাসপাতাল, পুলিশ স্টেশন থেকে শুরু করে সরকারি ভবন পর্যন্ত।
স্থানীয় প্রশাসন বলছে, হাজার হাজার মানুষ এখন বিদ্যুৎহীন ও যোগাযোগবিচ্ছিন্ন
কিংস্টনের ব্যবসায়ী গর্ডন সোয়াবি বলেন, “আমার কাজিনের স্বপ্নের বাড়ি এখন শুধু ধ্বংসস্তূপ।” পর্যটক পিয়া শেভালিয়ে বলেন, “জানালাগুলো কাঁপছিল, মনে হচ্ছিল পুরো ভবনটা ভেঙে পড়বে।”
বর্তমানে মেলিসা কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি–১ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও এর ভয়াবহ প্রভাব এখনো অব্যাহত। উত্তর দিকে অগ্রসর হয়ে এটি কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলেও তাণ্ডব চালিয়েছে।
এমি