
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গায়িকা নেহা কক্কর যেন বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকেন। কখনো মন্তব্য, কখনো আবার গান বা আচরণ—নানা কারণেই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি তেমনই এক বিতর্কের পর হঠাৎ করেই সবকিছু থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই গায়িকা, যা নতুন করে চর্চার জন্ম দিয়েছে বিনোদন অঙ্গনে।
আজ ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে নেহা জানান, তিনি কাজ ও ব্যক্তিগত জীবনের সব দায়িত্ব থেকে আপাতত সরে দাঁড়াচ্ছেন। কিছুদিন আগেই নেহা ও তাঁর ভাই টনি কক্করের গাওয়া গান ‘ললিপপ’ মুক্তি পায়। গানটি প্রকাশের পর এর কথা ও দৃশ্যায়ন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন নেহা। অনেকেই গানটিকে অশালীন ও অভব্য বলে আখ্যা দেন, যা তাঁর ওপর মানসিক চাপ
ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন বার্তায় নেহা লিখেছেন, তিনি ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে বিরতি নিচ্ছেন’। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান। ঠিক কত দিনের জন্য এই বিরতি, সে বিষয়ে কিছু জানাননি নেহা। তবে এতদিন পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
এছাড়া নিজের মানসিক শান্তির কথাও তুলে ধরেছেন এই গায়িকা। নেহা বিশেষভাবে অনুরোধ করেছেন, ভক্ত ও পাপারাজ্জিরা যেন তাঁর ছবি তোলা বা ভিডিও করার চেষ্টা না করেন। তাঁর ভাষায়, এতে তিনি মানসিকভাবে কিছুটা স্বস্তি পাবেন এবং নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ‘ক্যান্ডি শপ’ গানটি ইউটিউবে ২৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করলেও সমালোচনা পিছু ছাড়েনি। অনেক দর্শক গানটিকে আকর্ষণহীন বলে মন্তব্য করেছেন। কেউ কেউ গান, নাচ ও ভিজ্যুয়াল স্টাইল নিয়ে আপত্তি তুলেছেন, আবার কেউ কে-পপ স্টাইল অনুকরণের অভিযোগও এনেছেন। এই সমালোচনার আবহেই নেহা কক্করের এই বিরতির ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
/টিএ