
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের উল্লেখ ছাড়া এই খেলার গল্প অসম্পূর্ণ। ক্রিশ্চিয়ানো রোনালদো নিঃসন্দেহে সেই তালিকার শীর্ষে। পর্তুগিজ এই সুপারস্টার বছরের পর বছর ফুটবলে আধিপত্য বিস্তার করেছেন। গোল, সাফল্য, শৃঙ্খলা আর আত্মনিবেদনের প্রতীক হয়ে উঠেছেন তিনি। তবে এবার সময় এসেছে নতুন অধ্যায়ের দিকে তাকানোর—রোনালদো নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি খুব শিগগিরই পেশাদার ফুটবলকে বিদায় জানাতে চান।
৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের এখন মূল লক্ষ্য ২০২৬ সালের বিশ্বকাপ। সেই আসরে পর্তুগালের হয়ে শেষবারের মতো মাঠে নামতে চান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি রোনালদো আগেই জানিয়েছিলেন, তার স্বপ্ন পেশাদার জীবনে ১০০০ গোল স্পর্শ করা। সেই লক্ষ্যের দিকেও
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “শিগগিরই ঘোষণা দেব। আমার মনে হয় আমি প্রস্তুত হয়ে উঠছি।” তবে তার কণ্ঠে স্পষ্ট ছিল আবেগের ছোঁয়া—“এমন সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। ছোটবেলা থেকেই আমি জানতাম, একদিন এই মুহূর্ত আসবে। তবুও গোল করার পরের যে অনুভূতি, তার সঙ্গে কিছুই তুলনা চলে না।” এই কথাগুলোই যেন ফুটবলের প্রতি তার ভালোবাসা ও মুগ্ধতার প্রতিচ্ছবি।
রোনালদো আরও জানান, “সবকিছুরই একটি শুরু ও শেষ আছে। আমি নিজের ও পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চাই।” ২০০৬ সালের বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল তার। তারপর থেকে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন তিনি, কিন্তু শিরোপা ছোঁয়া হয়নি তার হাতে। রোনালদোর মতে, “কেউ একজন সেরা কিনা, সেটা শুধু বিশ্বকাপ জিতেই নির্ধারণ করা যায় না। ইতিহাসে আমার জায়গা আমি মাঠে পারফরম্যান্স দিয়েই তৈরি করেছি।”
এ সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। রোনালদোর ভাষায়, “আমি হতাশ, কারণ এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব, কিন্তু এখন তাদের কোনো কাঠামো নেই। আশা করি ভবিষ্যতে সেটি বদলাবে।” তবুও প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসা তার কণ্ঠে স্পষ্ট ছিল। রোনালদোর এই খোলামেলা ও সৎ বক্তব্য ফুটবলের ভেতরের এক বাস্তব চিত্র তুলে ধরে।
ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল একজন খেলোয়াড় নন, তিনি এক যুগের প্রতীক। তার গল্প পরিশ্রম, বিশ্বাস ও অনুপ্রেরণার গল্প। হয়তো সময় এসেছে বিদায়ের, কিন্তু রোনালদোর নাম চিরকাল উচ্চারিত হবে সেইসব কিংবদন্তিদের পাশে—যাদের কারণে ফুটবল এত সুন্দর।
/টিএ