
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নিয়মিত ঘরোয়া লিগে খেললেও দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন ডানহাতি পেসার শফিউল ইসলাম। এক সময় জাতীয় দলের নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিত এই পেসার অবশেষে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ পথচলার পর তিনি সকল ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় শফিউল ইসলাম অবসরের কথা জানান। পোস্টে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।” লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোকে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় গর্ব হিসেবেও উল্লেখ করেন।
দীর্ঘ ক্রিকেট
নিজের পোস্টে অনিচ্ছাকৃত কোনো ভুল বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। পাশাপাশি নতুন জীবনে পা রাখার প্রাক্কালে নিজের ও পরিবারের জন্য সবার দোয়া কামনা করেন শফিউল। ক্রিকেটকে বিদায় জানালেও খেলাটির সঙ্গেই যে তিনি যুক্ত থাকতে চান, সেটিও স্পষ্ট করে উল্লেখ করেন।
২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা শফিউল ইসলাম শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে। ৩৬ বছর বয়সী এই পেসার বাংলাদেশের হয়ে সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং শিকার করেছেন ১০৭টি উইকেট।
/টিএ