
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস সম্প্রতি প্রকাশ করেছে ‘২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমা’র তালিকা। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা—যা দেশের চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে গর্বের খবর। তালিকার পঞ্চম স্থানে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘বালুর নগরীতে’, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের ‘জুলাই ৩৬ : রাষ্ট্র বনাম নাগরিক’ এবং ১৯ নম্বরে নুহাশ হুমায়ূনের ‘২ষ’।
এশিয়ান সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যে ২০০৯ সাল থেকে কাজ করে যাচ্ছে এশিয়ান মুভি পালস। ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে তারা এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করছে, যা চলচ্চিত্রবিশ্বে একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত। সেই ধারাবাহিকতায় এবারের তালিকায় বাংলাদেশের একাধিক সিনেমার উপস্থিতি দেশের সমসাময়িক
তালিকার পঞ্চম স্থানে থাকা ‘বালুর নগরীতে’ নিয়ে এশিয়ান মুভি পালস লিখেছে, এটি ছোট পরিসরের হলেও একেবারেই দুর্লভ একটি আর্টহাউস রত্ন। সিনেমাটির ছন্দ মসৃণ, গতি শান্ত এবং আবহ গভীর। কেন্দ্রীয় চরিত্র এমা—যার ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা—বিড়ালের লিটার বক্সের জন্য স্কুটারে করে শহরের নানা প্রান্ত থেকে বালু সংগ্রহ করেন। বালু খুঁজতে গিয়েই একদিন তিনি খুঁজে পান একটি কাটা আঙুল, যা গল্পকে নিয়ে যায় অপ্রত্যাশিত মোড়ে।
‘জুলাই ৩৬ : রাষ্ট্র বনাম নাগরিক’ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের দলিল, যা ইতিহাসকে পুনরুদ্ধার করে সাহসী কণ্ঠগুলোকে সামনে নিয়ে আসে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের তরুণ প্রজন্মের সংগ্রাম ও প্রতিবাদ স্পষ্টভাবে উঠে এসেছে।
অন্যদিকে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ নিয়ে এশিয়ান মুভি পালসের মন্তব্য—কয়েকটি অসাধারণ গল্পের মাধ্যমে সিনেমাটি দর্শককে মুগ্ধ করে। কিছু দুর্বলতা থাকলেও এটি একটি প্রশংসনীয় অ্যানথোলজি। প্রতিবেদনের একেবারে শেষাংশে প্ল্যাটফর্মটি জোরালোভাবে জানিয়েছে, এশিয়ার সিনেমার ভিড়ে বাংলাদেশের উত্থানকে আর উপেক্ষা করার সুযোগ নেই। নানা ঘরানা ও ফরম্যাটে আত্মবিশ্বাসী পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশি নির্মাতারা ধীরে ধীরে নিজেদের একটি স্বতন্ত্র সিনেম্যাটিক পরিচয় গড়ে তুলছেন।
/টিএ