
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এবার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান। দেশটির বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) ভোরে দেশটির নানা এলাকায় কম্পন টের পাওয়া যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূ-পৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে সংঘটিত এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
এ বিষয়ে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রভাব ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। অন্যদিকে, ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পে পাকিস্তান ছাড়াও তাজিকিস্তান, চীন ও আফগানিস্তান প্রভাবিত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানাগেছে, আরবিয়ান, ইউরো-এশিয়ান ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ।